ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

ক্রিকেট

অবসর না নিতে সাঙ্গাকে ম্যাথুজের অনুরোধ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১১, মার্চ ১২, ২০১৫
অবসর না নিতে সাঙ্গাকে ম্যাথুজের অনুরোধ

ঢাকা: ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা চার ম্যাচে শতক হাঁকিয়ে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন শ্রীলঙ্কার বাঁহাতি ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। আর এমন বিস্ময় ক্রিকেটারকে দলে চায়না এমন অধিনায়ক এ গ্রহে খুঁজে পাওয়া যাবেনা তা নিশ্চিত করেই বলা যায়।



ওয়ানডেতে ক্যারিয়ারে সাঙ্গাকারার শতক ২৫টি। বিশ্বকাপে তার শতক ৫টি, যার চারটিই এলো চলতি বিশ্বকাপ থেকে। বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ১০৫, ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১১৭, অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০৪ রান ও স্কটল্যান্ডের বিপক্ষে ১২৪ রান করেন সাঙ্গা।

শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ জানান, বিশ্বকাপের পর থেকে আর সীমিত ওভারের ম্যাচ খেলবেন না বলে ঠিক করেছেন সাঙ্গাকারা। কিন্তু আমি চাই তিনি আরও কয়েক বছর আমাদের দলে খেলুক। এ ব্যাপারে সাঙ্গাকারার কাছে আমি নিজে অনুরোধ করেছি।

ম্যাথুজ আরও বলেন, প্রতিটি ক্রিকেটারের তার অবসরের ব্যাপারে নিজস্ব চিন্তা-ভাবনা থাকে। আমি জানি সাঙ্গাকার নিজেও তার অবসর নেওয়ার ব্যাপারে চিন্তা করে রেখেছেন। আর আমরা তাকে কোনোরূপ জোর করতে পারিনা। কারণ তিনি দেশের জন্য যা করেছেন তা সত্যিই আমাদের গর্বিত করে।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ১২ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।