ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানকে আইরিশদের হুমকি

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫
পাকিস্তানকে আইরিশদের হুমকি

ঢাকা: ভারতের বিপক্ষে পরাজয়কে ভুলে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে নিজেদের ফিরে পাবেন বলে মনে করেন আয়ারল্যান্ডের অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। পাকিস্তানকে একরকম হুমকি দিয়ে রেখেছেন আইরিশ দলপতি।



১৫ মার্চ অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে আইরিশরা। এ ম্যাচে জয় পেলেই চলতি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে চলে যাবে পোর্টারফিল্ডের দলটি। আর সে লক্ষেই মাঠে নামবে আইরিশরা, এমনটি জানান পোর্টারফিল্ড।

ওয়ারউইকশায়ারের তারকা ক্রিকেটার পোর্টারফিল্ড বলেন, আমরা ভারতের বিপক্ষে পরাজয়ের কথা ভুলে গিয়েছি। সামনে আমার বাঁচা-মরার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে হবে। আর আমরা সে ম্যাচটিকে নিয়েই ভাবছি। আমরা প্রতি ম্যাচে বেশ কিছু অতিরিক্ত রান দিয়ে ফেলেছি। এবারে পাকিস্তানের বিপক্ষে এমনটি ঘটবে না বলে আশা করছি।

তিনি আরও যোগ করেন, পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে আমার সতীর্থরা বেশ ফুরফুরে মেজাজেই রয়েছে। দলের মাঝে কোনো চাপ নেই। বরং তারা নিজেরাই পাকিস্তানের বিপক্ষের ম্যাচটিকে নাম দিয়েছে ‘বিশ্বকাপের ফাইনাল’ ম্যাচ।

চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বের পঞ্চম আর নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে আইরিশরা। এরপর সংযুক্ত আরব আমিরাতকে ২ উইকেটে হারায় তারা। তবে, নিজেদের তৃতীয় ম্যাচে দ. আফ্রিকার বিপক্ষে ২০১ রানের বিশাল ব্যবধানে হেরে যাওয়া আইরিশরা পরের ম্যাচে জিম্বাবুয়েকে হারায় ৫ রানে। আর নিজেদের পঞ্চম ম্যাচে ভারতের বিপক্ষে ৮ উইকেটের পরাজয় মেনে নেয় তারা।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, ১২ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।