ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

যে কারণে বাংলাদেশের ‘ব্রাডম্যান’ মুমিনুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, মে ৯, ২০১৫
যে কারণে বাংলাদেশের ‘ব্রাডম্যান’ মুমিনুল ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে অর্ধশতক করে নিজের নামের প্রতি সুবিচার করেছেন বাংলাদেশের ‘ব্রাডম্যান’ মুমিনুল হক। প্রথম সেশনে তিনি টেস্ট ক্যারিয়ারের নবম অর্ধশতক হাঁকান।



পাকিস্তানের বিপক্ষে টেস্ট ফরমেটের বিস্ময় বালক দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনে টানা একাদশ ম্যাচে অর্ধশতক (৫০ এর বেশি রান) তুলে নেন মুমিনুল। খুলনায় প্রথম টেস্টে অর্ধশতক করে ভারতের ব্যাটিং ঈশ্বর শচীন টেন্ডুলকার ও ইংল্যান্ডের জন এড্রিচের পাশে নাম লেখান বাঁহাতি মুমিনুল।

ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ১৩ রান করলেও দ্বিতীয় ইনিংসে অর্ধশতক পেরিয়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং কিংবদন্তি ভিভ রিচার্ডসের পাশে বসলেন মুমিনুল। ক্যারিবীয়ান রিচার্ডস ছাড়াও টেস্ট ক্রিকেটে টানা ১১ ম্যাচে অর্ধশতক রয়েছে ভারতের গৌতম গম্ভীর আর বিরেন্দর শেবাগের। এছাড়া টানা ১২ টি অর্ধশতকের রেকর্ডটি দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এবিডি ভিলিয়ার্সের।

দ্বিতীয় ইনিংসে ৬৮ রান করে বিদায় নেন মুমিনুল। ইয়াসির শাহর বলে আসাদ শফিকের তালুবন্দি হওয়ার আগে মুমিনুল ১০২ বলে ৯টি চার মেরে তার ইনিংসটি সাজান।

বাংলাদেশের মাটিতে এক হাজার রানের মাইলফলকও ছুঁয়েছেন মুমিনুল। টেস্ট ক্যারিয়ারের ১৪তম ম্যাচ খেলতে নেমে দেশের মাটিতে এখন তার ৫টি অর্ধশতকের পাশাপাশি রয়েছে ৪টি শতক। আর বাকি ৪টি অর্ধশতক দেশের বাইরে। টেস্টে ১৩৮০ রানের মধ্যে দেশের মাটিতেই মুমিনুলের রয়েছে ১০৫০ রান। তার ইনিংস সর্বোচ্চ ১৮১ রানের ইনিংসটিও দেশের মাটিতে।

অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি ব্যাটসম্যান স্যার ডন ব্রাডম্যান টেস্ট ক্রিকেটে ছিলেন সবচেয়ে ধারাবাহিক। ১৯২৮ থেকে ১৯৪৮ পর্যন্ত সাদা পোশাকে তিনি অজিদের হয়ে ৫২টি ম্যাচ খেলেছিলেন। যেখানে রেকর্ড ৯৯.৯৪ গড়ে ২৯টি সেঞ্চুরির পাশাপাশি করেছিলেন ১৩টি হাফ-সেঞ্চুরি। তার টেস্ট রান ৬৯৯৬। বাংলাদেশের মুমিনুল অবশ্য এই সিরিজের আগে ৬৩টির ওপরে গড় নিয়ে ব্রাডম্যানের পরেই ছিলেন। তবে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজে আশাতীত সফলতা না পাওয়ায় গড় ৬০ এর ঘরে চলে এসেছে। বর্তমানে টেস্টে সেরা গড়ের দিক থেকে মুমিনুলের অবস্থান পঞ্চম।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, ০৯ মে ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।