ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এবার সেরাটা দিতে চান রাব্বি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এবার সেরাটা দিতে চান রাব্বি ছবি : সংগৃহীত

ঢাকা: কিছুদিন আগেই বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভারত সফর করেছেন পেসার কামরুল ইসলাম রাব্বি। কর্নাটকের বিপক্ষে খেলেছিলেন তিনদিনের ম্যাচে।

দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলেও আছেন তিনি। তাসকিন, রুবেল, শফিউলরা ইনজুরিতে পড়ায় এবার দলের মূল পেসারের ভূমিকায় রাব্বি।

গত বছরও ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফর করেছেন এ ডানহাতি পেসার। অতীত অভিজ্ঞতা ও কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে নিজের সেরাটা বের করে আনতে চান রাব্বি, ‘ওখানকার কন্ডিশনে পেস বোলাররা ভালো করবে এটাই স্বাভাবিক। আত্মবিশ্বাস আছে, কন্ডিশন অনুযায়ী নিজের সেরাটা দিতে চাইবো। ওখানে স্পোর্টিং উইকেট  হওয়ায় ভালো জায়গায় বল করলে ব্যাটসম্যানদের খেলতে অসুবিধা হয়। আমার লক্ষ্য থাকবে ভালো জায়গায় বল করা। ’

ওয়ানডে সিরিজের পাশাপাশি দক্ষিণ আফ্রিকায় তিনদিনের ম্যাচও খেলবে ‘এ’ দল। ওয়ানডের চেয়ে তিনদিনের ম্যাচগুলোকেই বেশি গুরুত্ব দিতে চান রাব্বি, ‘লংগার ভার্সনে বেশি মনযোগ আমার। তিনদিনের ম্যাচ, চারদিনের ম্যাচ এগুলো খেলতে বেশি পছন্দ করি। পেস, লাইন-লেন্থ, ভ্যারিয়েশন সব ঠিক আছে আমার। এখন সুইং নিয়ে কাজ করছি। ’

গত ৩-৪ বছরে একবারও ইনজুরিতে পড়েননি এই পেসার। ইনজুরিমুক্ত থেকেই পারফর্ম করে চলেছেন এনসিএল, বিসিএল ও প্রিমিয়ার লিগে। নিয়মিত থাকছেন ‘এ’ দলে। জাতীয় দলে খেলার স্বপ্নও আছে রাব্বির। সেজন্য দক্ষিণ আফ্রিকা সফরকে স্বপ্নপূরণের একটা ধাপ মনে করছেন এই পরিশ্রমী পেসার, ‘এবারের সফরে ভালো করতে পারলে টার্নিং পয়েন্ট হতে পারে আমার ক্যারিয়ারের জন্য। নিজের সেরা খেলাটাই দিতে চাই এবারের সফরে। ’

দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে আগামীকাল (১৪ অক্টোবর) রাতে ঢাকা ছাড়বে ‘এ’ দল। পাঁচ সপ্তাহের সফরে দক্ষিণ আফ্রিকায় তিনটি ওয়ানডে ও একটি তিনদিনের ম্যাচ খেলবে সফরকারী দলটি। পরে জিম্বাবুয়ে গিয়ে স্বাগতিক ‘এ’ দলের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি চারদিনের ম্যাচ খেলবে ‘এ’ দল।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ১৩ অক্টোবর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।