ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মালিকের শতক, বঞ্চিত হাফিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
মালিকের শতক, বঞ্চিত হাফিজ ছবি : সংগৃহীত

ঢাকা: আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে সদ্যই অ্যাশেজ জয়ী ইংল্যান্ডের বিপক্ষে ভালো সংগ্রহ দাঁড় করিয়েছে ব্যাটিংয়ে নামা পাকিস্তান। মিসবাহ-উল-হকের পাকিস্তান ৪ উইকেট হারিয়ে তুলেছে ২৮৬ রান।



৮৭ ওভার ব্যাট করে এ রান সংগ্রহ করে পাকিস্তান। দলের হয়ে দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ এবং সোয়েব মালিক অসাধারণ ব্যাটিং করেন। হাফিজ মাত্র দুই রানের জন্য শতক বঞ্চিত হলেও তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছে অপরাজিত রয়েছেন প্রায় ৫ বছর পর সাদা পোশাকে ফেরা সোয়েব মালিক।

পাকিস্তান ওপেনিং জুটিতে মাত্র ৫ রান তোলে। ওপেনার শান মাসুদ ব্যক্তিগত দুই রান করে অ্যান্ডারসনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। বেন স্টোকসের বলে এলবি’র ফাঁদে পড়ার আগে হাফিজের ব্যাট থেকে আসে ৯৮ রান। ১৭০ বল মোকাবেলা করে ১৩টি চারের সাহায্যে তিনি এ ইনিংসটি সাজান। আউট হওয়ার আগে মালিকের সঙ্গে হাফিজ ১৬৮ রানের জুটি গড়েন।

দলীয় ১৭৩ রানের মাথায় হাফিজ ফিরে গেলেও দিন শেষে অপরাজিত রয়েছেন মালিক। তার ব্যাট থেকে এসেছে ১২৪ রান। ২৩০ বলে ১৪টি বাউণ্ডারি হাঁকিয়েছেন মালিক।

চার নম্বরে নামা ইউনিস খান করেন ৩৮ রান। স্টুয়ার্ট ব্রডের বলে অ্যালিস্টার কুকের তালুবন্দি হয়ে ফেরার আগে ইউনিস তিনটি চারের সঙ্গে একটি ছক্কা হাঁকান। মিসবাহ ব্যাটিংয়ে নেমে করেন মাত্র ৩ রান। অ্যান্ডারসনের দ্বিতীয় শিকারে ফেরেন পাকিস্তান দলপতি। দিন শেষে অপরাজিত রয়েছেন ১১ রান করা আসাদ শফিক।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, ১৩ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।