ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জাকিরের সেঞ্চুরির পরও সিলেটের হার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
জাকিরের সেঞ্চুরির পরও সিলেটের হার

ঢাকা: শেষ দিনে বরিশালের লড়াইটা হয়েছে মূলত জাকির হোসেনের সঙ্গে। এক প্রান্ত আগলে রেখে বরিশালের বোলারদের সঙ্গে একাই লড়াই চালিয়েছেন সিলেটের ব্যাটসম্যান জাকির হোসেন।

শেষ পর্যন্ত তাকে আউট করা না গেলেও জাতীয় লিগের তৃতীয় রাউন্ডে ১৫০ রানের বড় ব্যবধানে ঠিকই জয় তুলে নিয়েছে বরিশাল বিভাগ।

শেষ দিনে চা-বিরতির পর পর ৪৪৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামা সিলেটের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৯৭ রানে। ২৯২ বলে ব্যক্তিগত ১৩৭ রানে অপরাজিত থাকেন ১৭ বছর বয়সী জাকির। ৩৮৯ মিনিট উইকেটে থাকা জাকিরের ইনিংসে ছিল ২০টি চারের মার।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আগের দিনের করা দুই উইকেটে ৫৪ রান নিয়ে ব্যাটিং শুরু করেন জাকির হোসেন ও রাজিন সালেহ। দিনের শুরুতেই আউট হয়ে সাজঘরে ফেরেন রাজিন। অলক কাপালি ৫৬ রানের ইনিংস খেলে ড্র’য়ের সম্ভাবনা জাগালেও আর কেউই জাকিরকে সঙ্গ দিতে পারেন নি।
 
বরিশালের হয়ে সোহাগ গাজী একাই নেন পাঁচ উইকেট। মনির হোসেন তিনটি, তৌহিদুল ইসলাম ও সালেহ আহমেদ নেন একটি করে উইকেট।  
 
নিজেদের প্রথম ইনিংসে ১৫৫ রান করেছিল বরিশাল। জবাবে ১৭২ রানে অলআউট হয় সিলেট বিভাগ। ১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে সালমান হোসেন ও আল আমিনের সেঞ্চুরিতে সাত উইকেটে ৪৬৪ রান তোলার দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বরিশাল।

বরিশালের সালমান হোসেন ও সোহাগ গাজী যৌথভাবে ম্যাচ সেরা হন।
 
এ জয়ের ফলে বোনাস পয়েন্টসহ বরিশালের সংগ্রহ ১৩ পয়েন্ট। ম্যাচ জয়ের জন্য ১০ ও বোলিংয়ের জন্য তারা ৩ পয়েন্ট বোনাস পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।