ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

উন্মোচিত হল বরিশাল বুলসের লোগো

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
উন্মোচিত হল বরিশাল বুলসের লোগো ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘বরিশাল বুলস শামাল শামাল, বরিশাল বুলস কামাল কামাল’-গানের মূর্ছনায় উন্মোচিত হল বিপিএলে এবারের আসরের অন্যতম ফ্রাঞ্চাইজি বরিশাল বুলসের লোগো। মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এই লোগে উন্মোচন অনুষ্ঠিত হয়।



অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল বুলসের তিন স্বত্বাধিকারী এমএ আউয়াল চৌধুরি, নাজিম উদ্দিন আহমেদ, রেজওয়ান বিন ফারুক ও বিপিএল গভনিং কান্সিলেন সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।

নিজ দলের লোগো উন্মোচনের দিনে বরিশালের স্বত্বাধিকারী এম এ আউয়াল বলেন,  দেশের ক্রিকেটকে আরও একধাপ এগিয়ে নিতে এবারের আসরে অংশ নেবে বরিশাল। দেশি ও বিদেশি ক্রিকেটারদের দারুণ স্বমন্বয়ে বিপিএলের তৃতীয় আসরে অংশ নেবে দেশের দক্ষিণ বঙ্গের দলটি। দক্ষিণ বঙ্গের ক্রিকেট দেশের প্রতিটি কোণে কোণে  জনপ্রিয়তা লাভ করবে।

দলটির আরেক স্বত্বাধিকারী রেজওয়ান বিন ফারুক বলেন, টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি; ক্রিকেটের এই তিন ফরমেটের মধ্যে একমাত্র টি-টোয়েন্টিতেই বাংলাদেশ দলের দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে। বিপিএলের মতো আসর আয়োজনের মধ্য দিয়ে দেশের টি-টোয়েন্টি ফরমেটের সমস্যা খুব সহজেই সমাধান করা সম্ভব। বরিশাল বুলসদের দারুণ পারফরমেন্সের জন্য দলটিতে অভিজ্ঞ দক্ষিণ আফ্রিকান কোচ আনা হবে। এছাড়া মাঠে চার-ছক্কার ফুলঝুরি ছড়াতে বরিশাল ইতোমধ্যেই ক্রিস গেইল, ব্রেন্ডন টেলর ও কেভিন কুপারদের মতো টি-টোয়েন্টি স্পেশালিস্টদের দলে ভিড়িয়েছে।

এদিকে, বিপিএলে বরিশাল বুলসের মঙ্গল কামনা করে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বলেন, বিপিএলের প্রথম দুই আসর আয়োজনের উদ্দেশ্য ছিল রাজস্ব বাড়ানো। এবার সে উদ্দেশ্য থেকে আয়োজকরা সরে এসেছেন। এবারের আসর আয়োজনের উদ্দেশ্য থাকছে মানসম্মত স্থানীয় খেলোয়াড় বের করে আনা। এছাড়াও দেশের অন্য বিভাগ যেমন ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেটের চাইতে ক্রিকেটে অনেক পিছিয়ে বরিশাল বিভাগ। বিপিএলে অংশগ্রহণের মধ্যদিয়ে বিভাগটি থেকে মানসম্পন্ন স্থানীয় খেলোয়াড় বেরিয়ে আসবে, যারা জাতীয় দলের হয়েও খেলতে পারবে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘন্টা, ২০ অক্টোবর, ২০১৫
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।