ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আসছে না ক্যারিবীয়রা, খেলবে জিম্বাবুয়ে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
আসছে না ক্যারিবীয়রা, খেলবে জিম্বাবুয়ে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ স্থগিত হওয়ায় বেশ হতাশ ক্রিকেটার থেকে শুরু করে কোটি সমর্থকরা। তবে এই সিরিজটি বিপরীতে অন্যভাবে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে চিন্তা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এরই ধারাবাহিকতায় বেশকটি অপশন ছিল বোর্ডের সামনে।

বিসিবির তথ্য অনুযায়ী, নভেম্বরে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে একটি ত্রি-দেশীয় সিরিজ করার পরিকল্পনা রয়েছিল। তবে আইসিসি’র সভা থেকে ফেরত আসা বিসিবি’র সভাপতি নাজমুল হাসান পাপন এমন পরিকল্পনার কথা নাকচ করে দিলেন।

বুধবার (২১ অক্টোবর) বেক্সিমকোয় পাপনের নিজস্ব কার্যালয়ে তিনি জানান, ত্রি-দেশীয় সিরিজ খেলতে ক্যারিবীয়রা আসছে না। তবে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে জিম্বাবুয়ে আসবে।

এর আগে গত মে মাসে ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছিল নভেম্বর মাসে বাংলাদেশ সফরে আসতে চায়। তবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড শুধুমাত্র চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার প্রস্তাব দেওয়ায় সিরিজটি চূড়ান্ত করেনি বিসিবি। বিসিবি চেয়েছিল দুইটি ওয়ানডে, দুইটি টি-টোয়েন্টি অথবা তিনটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে। তাতে সায় মেলেনি ওয়েস্ট ইন্ডিজের।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ২১ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।