ঢাকা: নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুই টেস্টের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ১২ সদস্যের দলে ফিরেছেন জো বার্নস ও উসমান খাজা।
ব্রিসবেনে আগামী পাঁচ নভেম্বর দু’দলের মধ্যকার প্রথম টেস্ট শুরু হবে। পার্থে দ্বিতীয় টেস্ট শুরু ১৩ নভেম্বর। আর ২৭ নভেম্বর অ্যাডিলেডে বহুল প্রতীক্ষিত গোলাপী বলের ডে-নাইট টেস্টের পর্দা উঠবে। টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো দিবারাত্রির টেস্ট ম্যাচ দেখার অপেক্ষা অগণিত ক্রিকেট ভক্ত।
দুই বছরেরও অধিক সময় পর অজি দলে ফিরেছেন ১২টি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলা খাজা। অন্যদিকে, এ বছরের জানুয়ারিতে ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন বার্নস। এবার ক্যারিয়ারের তৃতীয় টেস্ট ম্যাচ খেলার অপেক্ষায় ২৬ বছর বয়সী এ ডানহাতি ব্যাটসম্যান।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে মাইকেল ক্লার্ক, ব্র্যাড হাডিন, ক্রিস রজার্স ও টেস্ট ক্রিকেটে শেন ওয়াটসনের অবসরের পর এবারই প্রথম টেস্ট খেলতে নামছে অস্ট্রেলিয়া। রজার্সের যায়গায় ডেভিড ওয়ার্নারের ওপেনিং সঙ্গী হতে পারেন জো বার্নস। অন্যদিকে, স্টিভেন স্মিথের পরিবর্তে ওয়ানডাউনে খেলতে পারেন উসমান খাজা।
প্রথম দুই টেস্টের অজি দল: স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, জো বার্নাস, উসমান খাজা, অ্যাডাম ভোজেস, মিচেল মার্শ, পিটার নেভিল (উইকেটরক্ষক), মিচেল জনসন, মিচেল স্টার্ক, পিটার সিডল, নাথান লিওন ও জস হ্যাজেলউড।
বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
আরএম