ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

টস জিতে ফিল্ডিং নিয়েছে সিলেট

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৩, নভেম্বর ২৩, ২০১৫
টস জিতে ফিল্ডিং নিয়েছে সিলেট ছবি: শোয়েব মিথুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় ম্যাচে মাঠে নামবে মুশফিকুর রহিমের সিলেট সুপারস্টারস আর তামিম ইকবালের চিটাগং ভাইকিংস। টস জিতে দিনের প্রথম ম্যাচে সিলেট দলপতি মুশফিক ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন।

আগে তামিম ইকবালের ভাইকিংস ব্যাটিংয়ে নামবে।

দিনের অপর ম্যাচে সন্ধ্যা পৌনে ৭টায় সাকিব আল হাসানের রংপুর রাইডার্স লড়বে মাহামুদুল্লাহ রিয়াদের বরিশাল বুলসের বিপক্ষে।

নিজেদের প্রথম ম্যাচে রংপুর জয় দিয়ে তাদের বিপিএল যাত্রা শুরু করে। তামিমের ভাইকিংসকে উত্তেজনায় ঠাসা ম্যাচের শেষ বলে হারায় সাকিব বাহিনী। আগে ব্যাট করে তামিমের দল ১৮৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। জবাবে ব্যাট করতে নেমে বিপাকে পড়া রংপুরকে পাকিস্তানি ব্যাটসম্যান মিসবাহ এবং লঙ্কান তারকা থিসারা পেরেরা ঝড়ো ইনিংস খেলে জয়ের পথে এগিয়ে নেন।

মুশফিকের সিলেট আজ প্রথম ম্যাচ খেলতে নামছে। এদিকে মাহামুদুল্লাহ রিয়াদের বরিশালও নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে।

সিলেট সুপারস্টারস স্কোয়াড: মুশফিকুর রহিম, আব্দুর রাজ্জাক, আবু সায়েম, রবি বোপারা, জস কব, ফিদেল এডওয়ার্ডস, ব্রাড হজ, জুনায়েদ সিদ্দিকী, অজন্তা মেন্ডিস, মোহাম্মদ শহীদ, মমিনুল হক, মুনাউইরা, নাজমুল হোসাইন, নাজমুল হোসেন মিলন, নুরুল হাসান, রুবেল হোসেন, শহীদ আফ্রিদি, সোহেল তানভীর।

চিটাগং ভাইকিংস স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), তাসকিন আহমেদ, জিয়াউর রহমান, এনামুল হক বিজয়,  ইলিয়াস সানি, শফিউল ইসলাম, এনামুল হক (জুনি:), নাঈম ইসলাম, ইয়াসির আলী চৌধুরী, আসিফ আহমেদ রাতুল, নাফিস ইকবাল, সাঈদ আজমল, উমর আকমল, কামরান আকমল, মোহম্মদ আমির, জীবন মেন্ডিস, চামারা কাপুগেদারা, রবিন পিটারসন, এলটন চিগুম্বুরা।

** মুখোমুখি চট্টগ্রাম ও সিলেট, টসে বিলম্ব

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, ২৩ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।