ঢাকা: বিপিএল সামনে রেখে প্রতিটি ফ্রাঞ্চাইজিকে বিসিবি আগেই জানিয়েছিল যে, অনাপত্তিপত্র বা এনওসি ছাড়া কোনো ক্রিকেটারই খেলতে পারবেন না। তারপরেও সিলেট সুপারস্টারসের ফ্রাঞ্চাইজি সেই এনওসি ছাড়াই কী ভাবে দুই জন বিদেশি খেলোয়াড়কে খেলার অনুমতি দিলো, তা এক রকম বিস্ময়ের জন্ম দিয়েছে বিপিএলে সিলেট ও চিটাগংয়ের মধ্যকার ম্যাচে।
সোমবার (২৩ নভেম্বর) ম্যাচের আগে ঘটে যাওয়া ঘটনা নিয়ে আয়োজিত ‘হঠাৎ’ সংবাদ সম্মেলনে এ বিষয় নিয়ে বিসিবি মিডিয়া কমিটির প্রধান জানান জালাল ইউনুস জানান, ‘সিলেট সুপারস্টারসের ২ জন ক্রিকেটার রবি বোপারা ও জশুয়া কবের এনওসি ছিলো না। তবে, ম্যাচ শুরুর মাত্র ১ মিনিট আগে তাদের এনওসি এসে পৌঁছায়। যদিও তাদের আগেই বলা হয়েছিল যে, এসওসি ছাড়া খেলা যাবেনা। ’
সমস্যাটি শুধু এখানেই নয়, সমস্যাটি হলো ওই দুই ইংলিশ প্লেয়ারের নাম সিলেট সুপারস্টারসের টিমলিস্টেই ছিলো না।
‘তবে এনওসি ছাড়াও খেলা সম্ভব হতো যদি প্রতিপক্ষের অধিনায়ক সম্মতি দিতেন’ যোগ করেন জালাল ইউনুস।
সে ম্যাচটি নাও হতে পারতো, ওয়াক ওভারও হয়ে যেতে পারতো। শুধুমাত্র টুর্নামেন্টের কথা বিবেচনা করেই ম্যাচটিকে মাঠে গড়ানোর ব্যবস্থা করা হয়েছে বলেও দাবী করলেন জালাল ইউনুস।
এদিকে, প্লেয়ারদের এনওসি সম্পর্কে বলতে গিয়ে বিসিবি’র সিইও নিজামউদ্দিন চৌধুরি সুজন বলেন, ‘খেলোয়াড়দের এনওসি’র দায়িত্ব ফ্রাঞ্চাইজিদের। এটা কোনো ভাবেই বিসিবি’র দায়িত্ব নয়। বিসিবি’র চেষ্টা ছিল, কী ভাবে মাঠে খেলা গড়ানো যায়। সম্ভবত ফ্রাঞ্চাইজিরা এনওসি’র গুরুত্ব বুঝতে দেরী করছে। ’
বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, ২৩ নভেম্বর ২০১৫
এইচএল/এমআর