ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

হ্যামিল্টনেও ধুঁকছে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৯, ডিসেম্বর ১৮, ২০১৫
হ্যামিল্টনেও ধুঁকছে শ্রীলঙ্কা ছবি: সংগৃহীত

ঢাকা: ডানেডিনের পর হ্যামিল্টন টেস্টেও নিজেদের হারিয়ে খুঁজছে শ্রীলঙ্কা। বোল্ট-সাউদির নিয়ন্ত্রিত বোলিংয়ে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিন শেষে লঙ্কানদের সংগ্রহ সাত উইকেটে ২৬৪ রান।

ব্যক্তিগত ৬৩ রানে অপরাজিত রয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস।

হ্যামিল্টনের সেডন পার্কে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে কিউইরা।

দলীয় ৪৪ রানের মাথায় লঙ্কানদের প্রথম উইকেটের পতন ঘটে। টিম সাউদির বলে বিজে ওয়াটলিংয়ের গ্লাভসবন্দি হন দিমুথ করুণারাত্নে (১২)। পাঁচ রান যোগ হতেই সাজঘরে ফেরেন আরেক ওপেনার কুসল মেন্ডিস (৩১)। এরপর ব্যক্তিগত ২৬ রানে রান আউটের ফাঁদে পড়েন ওয়ান ডাউনে নামা উদারা জয়সুরিয়া। দিনেশ চান্দিমালের ব্যাট থেকে আসে ৪৭ রান।

এক পর্যায়ে ১২১ রান তুলতেই চার উইকেট হারায় সফরকারীরা। তবে মিলিন্ডা সিরিবর্ধনের (৬২) সঙ্গে পঞ্চম উইকেটে ১৩৮ রান যোগ করে অধিনায়ক ম্যাথিউস। বৃষ্টি বাগড়ায় ৬৭ ওভার শেষে দিনের খেলা শেষ হয়। দ্বিতীয় দিনে নিশ্চয়ই ম্যাথিউসের ব্যাটেই থাকিয়ে থাকবে লঙ্কানরা!

স্বাগতিকদের হয়ে দু’টি করে উইকেট লাভ করেন ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি। একটি উইকেট নেন ডগ ব্রেসওয়েল।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।