ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দর্শকরাই তো স্বাগতিকদের প্রাণ!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
দর্শকরাই তো স্বাগতিকদের প্রাণ! ছবি : শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: মাঠে খেলছে টাইগার যুবারা, যুদ্ধটা করছেন দর্শকরা! শুধু বাউন্ডারিই নয়, স্বাগতিকদের প্রতিটি সিঙ্গেলসেই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে পড়ছে দর্শকের করতালি, চিৎকার। স্বপ্নের ফাইনালে যেতে হলে ওয়েস্ট ইন্ডিজকে যে হারাতেই হবে।



তাইতো মাঠের বাইরে থেকে কিছু কাজ করার দায়িত্ব নিয়েছেন দর্শকরা। মিরাজদের প্রেরণা দেওয়ার কাজটা করে যাচ্ছেন ঠিকঠাক। দর্শকারা প্রাণপনে চেষ্টা করছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটসম্যানদের সাহস যোগাতে, উজ্জীবিত করতে।
 
ওয়েস্ট ইন্ডিজ কোচ গ্রায়েম ওয়েস্টে গতকাল যেমন বলছিলেন, সেমি-ফাইনালে তাদের প্রতিপক্ষ শুধু বাংলাদেশ দল নয়, গোটা জাতিই, চ্যালেঞ্জটাও তাই পাহাড় সমান।

ওয়েস্টের ধারণার প্রতিফলন ঘটেছে মিরপুরে। গ্যালারিভর্তি দর্শকের আওয়াজে এ মুহুর্তে কোনঠাসাই ওয়েস্ট ইন্ডিজ যুবারা। মিরাজ-সাইফুদ্দিনের ষষ্ঠ উইকেটের জুটি ভালো সংগ্রহের ইঙ্গিত দিয়েছে বাংলাদেশকে।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ১১ ফেব্রুয়ারি, ২০১৬
এসকে /এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।