ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকিবদের সঙ্গে শন টেইট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, মে ১২, ২০১৬
সাকিবদের সঙ্গে শন টেইট ছবি: সংগৃহীত

ঢাকা: পেসার জন হ্যাস্টিংসের জায়গায় তারই স্বদেশী শন টেইটকে দলে ভিড়িয়েছে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বুধবার (১১ মে) কেকেআর টিমে যোগ দিয়ে অনুশীলন সেশনে উপস্থিত ছিলেন ৩৩ বছর বয়সী এ অভিজ্ঞ বোলার।

আইপিএলে নিজেদের পরবর্তী ম্যাচে মহেন্দ্র সিং ধোনির রাইজিং পুনে সুপারজায়ান্টসের মুখোমুখি হবে কলকাতা। শনিবার (১৪ মে) ইডেন ‍গার্ডেনসে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে।

টেইটকে প্রাথমিক মূল্য দেড় কোটি রুপিকে দলভুক্ত করে কেকেআর। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নিলাম পর্বে তিনি অবিক্রীত থাকেন।

বাঁ পায়ের অ্যাঙ্কেল (গোড়ালি) ইনজুরির কারণে কলকাতার হয়ে মাত্র দুই ম্যাচ খেলেই হ্যাস্টিংসের আইপিএল শেষ হয়ে যায়! ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ থেকেও ছিটকে পড়েন ত্রিশ বছর বয়সী এ ডানহাতি পেসার। তার পরিবর্তে অজি দলে সুযোগ পেয়েছেন স্কট বোল্যান্ড। ৫ জুন থেকে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজটির বাকি দল দক্ষিণ আফ্রিকা।

এটি হবে দ্বিতীয় টিমের হয়ে টেইটের আইপিএল মিশন। এর আগে তিনি রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন। অজিদের জার্সি গায়ে সবশেষ এ বছরের জানুয়ারিতে ভারতের বিপক্ষে টি-২০ সিরিজে মাঠে নেমেছিলেন। পরবর্তীতে পেশোয়ার জালমির হয়ে পাকিস্তান সুপার লিগে অংশ নেন। সম্প্রতি ইংল্যান্ডে অনুষ্ঠেয় নেটওয়েস্ট টি-২০ টুর্নামেন্টের জন্য টেইটকে দলে টানে গ্ল্যামোর্গান কাউন্টি ক্রিকেট ক্লাব।

কেকেআরের অনুশীলন সেশনে উপস্থিত থাকলেও বোলিংয়ে নামেননি টেইট। দু’বারের চ্যাম্পিয়নদের পেস বোলিং লাইনআপে নেতৃত্ব দিচ্ছেন আন্দ্রে রাসেল, মরনে মরকেল ও উমেশ যাদব। ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার জেসন হোল্ডারও এক ম্যাচ খেলেছেন। তাই পুনের বিপক্ষে টেইট একাদশে থাকবেন কি থাকবেন না সেটিই এখন দেখার বিষয়!

বাংলাদেশ সময়: ১০০১ ঘণ্টা, মে ১২, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।