ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এবার দিল্লির মুখোমুখি মু্স্তাফিজের হায়দ্রাবাদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, মে ১২, ২০১৬
এবার দিল্লির মুখোমুখি মু্স্তাফিজের হায়দ্রাবাদ ছবি: সংগৃহীত

ঢাকা: আইপিএলের এবারের আসরে ৪২তম ম্যাচে এসে দিল্লি ডেয়ারডেভিলসের মুখোমুখি হতে যাচ্ছে মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দ্রাবাদ। নিজেদের মাঠে মুস্তাফিজ-ওয়ার্নারদের সামনে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখার মিশন।

বৃহস্পতিবার (১২ মে) দুর্দান্ত ফর্মে থাকা সানরাইজার্স চ্যালেঞ্জের মুখে পড়বে জহির খানের দিল্লি। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় ‍রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে। ২০ মে দু’দলের মধ্যকার ফিরতি পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে।

নিজেদের সবশেষ দুই ম্যাচে হারের দুঃস্মৃতি ভুলে দিল্লির সামনে এবার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। তবে কাজটা যে সহজ হবে না তা বলাই বাহুল্য! টানা চার ম্যাচ জিতে যে উড়ছে সানরাইজার্স! ওয়ার্নার-ধাওয়ান-যুবরাজদের ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়ে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের রীতিমতো ভীতি ছড়াচ্ছেন মুস্তাফিজ-নেহরা-ভুবনেশ্বর ত্রয়ী।

পয়েন্ট টেবিলে ১০ ম্যাচ শেষে সাত জয় ও তিন হারে শীর্ষে থাকা হায়দ্রাবাদের সংগ্রহ ১৪। নেট রান রেট +০.৫৫৮। এক ম্যাচ কম খেলা দিল্লি পাঁচ জয়ে দশ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচ নম্বরে। ১১ ম্যাচে ১৪ পয়েন্টে দুইয়ে গুজরাট লায়ন্স। ১২ পয়েন্ট (১০ ম্যাচে) নিয়ে তিনে কলকাতা ও এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্টে চারে মুম্বাই ইন্ডিয়ান্স।

হায়দ্রাবাদের সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসন, যুবরাজ সিং, ময়েজেস হেনরিকস, দিপক হুদা, নামান ওঝা (উইকেটরক্ষক), ভুবনেশ্বর কুমার, বারিন্দার স্রান, আশিস নেহরা, মুস্তাফিজুর রহমান।

দিল্লির সম্ভাব্য একাদশ: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রিশাভ প্যান্ট, সাঞ্জু স্যামসন, করন নায়ার, স্যাম বিলিংস, জেপি ডুমিনি/কার্লস ব্রাথওয়েট, পাওয়ান নেগি/শাহবাজ ‍নাদিম/জয়ন্ত যাদব, জহির খান (অধিনায়ক), মোহাম্মদ শামি, অমিত মিশ্র, ইমরান তাহির/ক্রিস মরিস।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, মে ১২, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।