ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফতুল্লায় রুপগঞ্জের সহজ জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, মে ১২, ২০১৬
ফতুল্লায় রুপগঞ্জের সহজ জয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ষষ্ঠ রাউন্ডের ম্যাচে জয় পেয়েছে লিজেন্ডস অব রুপগঞ্জ। ফরহাদ রেজার প্রাইম দোলেশ্বরকে ২২ বল হাতে রেখে ৬ উইকেটে হারিয়ে চতুর্থ জয় তুলে নিয়েছে মোশাররফ রুবেলের রুপগঞ্জ।

অপরদিকে, এটি দোলেশ্বরের দ্বিতীয় পরাজয়।

 

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ষষ্ঠ রাউন্ডের এই ম্যাচে আগে ব্যাট করে দোলেশ্বর ৪৮.২ ওভার ব্যাট করে সবক’টি উইকেট হারিয়ে তোলে ২১৬ রান। জবাবে, ৪৬.২ ওভার ব্যাট করে রুপগঞ্জ চার উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়।

বল হাতে ১০ ওভারে ২৭ রান খরচায় একটি উইকেট নেওয়া রুপগঞ্জের দলপতি মোশাররফ হোসেন রুবেল ব্যাট হাতে ৮১ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন।

দোলেশ্বরের হয়ে ইনিংস সর্বোচ্চ ৮৯ রান করেন লঙ্কান তারকা চামারা সিলভা। এছাড়া, রকিবুল হাসান ২৭, রনি তালুকদার ২৫, নাসির হোসেন ১৪, ফরহাদ রেজা ১৪, সাঞ্জামুল ইসলাম ২৫ রান করেন।

রুপগঞ্জের হয়ে দুটি করে উইকেট নেন আবু হায়দার রনি ও নাহিদুল ইসলাম। একটি করে উইকেট দখল করেন মোশাররফ রুবেল, আলাউদ্দিন বাবু, তাইজুল ইসলাম ও আসিফ আহমেদ।

২১৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে রুপগঞ্জের ওপেনার মিজানুর রহমান ২৭ রান করলেও আরেক ওপেনার সৌম্য সরকার পুরোপুরিই ব্যর্থ। রানের খাতা খোলার আগেই নাসির হোসেনের বলে এলবির ফাঁদে পড়েন টাইগার এই ওপেনার।

রুপগঞ্জের পরের তিন ব্যাটসম্যানই অর্ধশতকের দেখা পান। ইনিংস সর্বোচ্চ ৮১ রান করেন দলপতি মোশাররফ রুবেল। তার ৯৮ বলের ইনিংসে ছিল ৭টি চার আর তিনটি ছক্কা। ৫১ রান করেন ৬৬ বল মোকাবেলা করা মোহাম্মদ মিঠুন। আর আসিফ আহমেদ ৫১ রান করে অপরাজিত থাকেন।

এ ম্যাচে জয় পাওয়ায় ৬ ম্যাচ শেষে রুপগঞ্জ চারটি জয়, একটি পরাজয় ও একটি টাই ম্যাচ নিয়ে অর্জন করেছে ৯ পয়েন্ট। অপরদিকে, ষষ্ঠ রাউন্ড শেষে দোলেশ্বর চার জয় আর দুটি পরাজয় নিয়ে সংগ্রহ করেছে ৮ পয়েন্ট।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ১২ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।