ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: বৃষ্টির কারণে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের অষ্টম রাউন্ডের তিন ম্যাচের দু’টিতেই ফলাফল আসেনি। আগামীকাল (বুধবার) রিজার্ভ ডে-তে অনুষ্ঠিত হবে ম্যাচের বাকি অংশ।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মোহামেডান ও প্রাইম ব্যাংকের মধ্যকার ম্যাচে দুপুরের পর বৃষ্টি শুরু হয়। অবিরাম বর্ষণের ফলে ম্যাচটি আর মাঠে গড়ায়নি।
মোহামেডানের দেয়া ২২৫ রানের টাগের্টে ব্যাটিংয়ে নেমে ৬.২ ওভারে এক উইকেটে ৪২ রান তোলার পর ম্যাচটি বন্ধ হয়। মেহেদি মারুফ ২২ ও সাব্বির রহমান ০ রানে অপরাজিত আছেন।
প্রাইম ব্যাংকের ওপেনার শেনাজ আহমেদের (১৬) উইকেটটি নিয়েছেন নাইম ইসলাম জুনিয়র।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪৯.২ ওভারে ২২৪ রানে অলআউট হয় মুশফিকুর রহিমের মোহামেডান। ৪১ রান তুলতেই পাঁচ উইকেট হারিয়ে বসে দলটি। পঞ্চম ও ষষ্ঠ উইকেট জুটিতে বিপর্যয় এড়ায় মোহামেডান। লোয়ার মিডলঅর্ডারে নাজমুল হাসান মিলনের ৬৪, হাবিবুর রহমানের ৫০ ও মিথুন মানহাসের ৩৫ রানের ইনিংসে ভর করে দু’শ পেরোয় দলটি।
প্রাইম ব্যাংকের মোহাম্মদ আজিম নেন তিনটি উইকেট। রুবেল হোসেন ও মনির হোসেন নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট নিয়েছেন নাজমুল ইসলাম, শুভাগত হোম ও শিহান জয়সুরিয়া।
সাভারের বিকেএসপিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে আবাহনীর ইনিংস শেষ হতেই বৃষ্টি-বাধায় পড়ে ম্যাচটি। টস হেরে ব্যাটিংয়ে নামা দলটি ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৬ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায়। আবাহনীর ভারতীয় রিক্রুট রজত ভাটিয়া ৮৮ বলে ৯০ রানের দারুণ ইনিংস খেলে দলের সংগ্রহকে বড় করেন। ৯টি চারের সঙ্গে তার ইনিংসে ছিল দু’টি ছক্কার মার।
এছাড়া ওপেনার তামিম ইকবালের ব্যাট থেকে আসে ৫৫ রান। মোসাদ্দেক হোসেন সৈকত ৪৭ ও লিটন দাস করেন ৩৭ রান।
মেহেদি হাসান নেন দু’টি উইকেট। একটি করে উইকেট লাভ করেন অলক কাপালি, শামসুর রহমান, সাইদ আনোয়ার ও ফারুক হোসেন।
মঙ্গলবার যেখানে খেলা শেষ হয়েছে এখান থেকেই আগামীকাল ম্যাচ দু’টি শুরু হবে।
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, মে ২৪, ২০১৬
এসকে/এমআরএম
** তামিমের আরেকটি কীর্তি
** শাহাদাতের অপেক্ষার অবসান
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।