ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ম্যাকগ্রার রেকর্ড ভেঙে সবার উপরে অ্যান্ডারসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
ম্যাকগ্রার রেকর্ড ভেঙে সবার উপরে অ্যান্ডারসন ছবি: সংগৃহীত

ঢাকা: ইনজুরি থেকে ফিরেই অনন্য এক রেকর্ড গড়েছেন জেমস অ্যান্ডারসন। সাবেক অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাকগ্রাকে ছাড়িয়ে দেশের মাটিতে টেস্টে সবচেয়ে সফল ফাস্ট বোলারের আসনে বসলেন ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ উইকেটশিকারি (টেস্ট ও ওয়ানডে)।

কাঁধের ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে লর্ডস টেস্টে দলের বাইরে ছিলেন অ্যান্ডারসন। ওল্ড ট্রাফোর্ডে দ্বিতীয় টেস্টে ইংলিশদের ৩৩০ রানের সমতায় ফেরা দাপুটে জয়ে চারটি উইকেট নেন তিনি।

টেস্ট ক্যারিয়ারে ১১৭ ম্যাচে ৪৫৮টি উইকেটের মালিক অ্যান্ডারসন এবং দেশের ‍মাটিতে ২৯১। ভেঙে দিয়েছেন ম্যাকগ্রার ২৮৯টি উইকেটের রেকর্ড। প্রায় এক দশক পর ক্রিকেট বিশ্ব দেখলো হোম কন্ডিশনের নতুন সফল পেস বোলার।

২০০৭ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগে ১২৪ টেস্টে ৫৬৩টি উইকেট নিয়েছিলেন ম্যাকগ্রা। দেশের মাটিতে খেলেছেন ৬৬ ম্যাচ, অ্যান্ডারসনের চেয়ে একটি কম।

তবে সব মিলিয়ে রেকর্ডের চূড়ায় উঠতে এখনো বহু দূরে ৩৩ বছর বয়সী অ্যান্ডারসন। হোম গ্রাউন্ডে সবচেয়ে বেশি ৪৯৩টি উইকেট দখল করেন শ্রীলঙ্কান স্পিন কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন। এর পরেই আছেন অনিল কুম্বলে (৩৫০) ও শেন ওয়ার্ন (৩১৯)।  

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।