ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাব্বিরে অনুপ্রেরণা পাচ্ছেন মোসাদ্দেক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
সাব্বিরে অনুপ্রেরণা পাচ্ছেন মোসাদ্দেক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

ঢাকা: টি-টোয়েন্টি ও ওয়ানডে অভিষেকের পর টেস্ট ক্যাপ মাথায় পড়ার অপেক্ষায় মোসাদ্দেক হোসেন সৈকত। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে জায়গা পেয়েছেন ২০ বছর বয়সী এ ডানহাতি ব্যাটসম্যান।

টেস্ট দলে ডাক পেয়ে রোমাঞ্চিত মোসাদ্দেক অনুপ্রেরণা পাচ্ছেন অভিষেক টেস্টে সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিং দেখে।
 
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অভিষিক্ত সাব্বির দ্বিতীয় ইনিংসে ৬৪ রানের অসাধারণ এক ইনিংস খেলেন। কঠিনতম উইকেটে নিজস্ব স্টাইলে ব্যাট চালিয়ে চাপে রাখেন ইংলিশ বোলারদের। সাব্বিরের সংগ্রামী ইনিংসটিতে অনুপ্রেরণা খুঁজে পেয়েছেন মোসাদ্দেক।  

ঘরোয়া লংগার ভার্সন ক্রিকেটে তিনটি ডাবল সেঞ্চুরি হাঁকানো মোসাদ্দেক নিজের উপর বিশ্বাস রাখছেন সুযোগ পেলে ভালো কিছু করার, ‘আমি ফিল (অনুভব) করি ব্যাটিং স্টাইল বা স্ট্রাইক রেট ধরতে গেলে সাব্বির আর আমার এক রকমই। এর আগে জাতীয় লিগে ভালো খেলেছি। লংগার ভার্সন ম্যাচ কিভাবে খেলা লাগে আমার মোটামুটি জানা। সাব্বির যদি অমন কঠিন উইকেটে স্বাচ্ছন্দ্যে থেকে এত ভালো খেলতে পারে সুযোগ পেলে আমি কেন পারবো না। ’
 
টেস্ট ক্যাপ মাথায় উঠলে নিজের খেলাটাই খেলে যেতে চান মোসাদ্দেক, ‘আমার লক্ষ্য হলো নিজের খেলাটা খেলার। টেস্ট খেলা এখানে বলতে পারবো না ম্যাচ জিতিয়ে দেব। লক্ষ্য থাকবে আমি  যেমন ব্যাটিং করি সেটা করা। লম্বা সময় ব্যাটিং করার চেষ্টা করবো। পরিস্থিতি যেরকম থাকবে সেভাবে ব্যাটিং করার চেষ্টা করবো। আমি ফিল করি উইকেটে যদি সেট হতে পারি আমি আমার স্বাভাবিক খেলাটা খেলতে পারি তাহলে ভালো কিছুই হবে। ’  

কম্বিনেশনের কারণে নিচের দিকে ব্যাটিং করতেও আপত্তি নেই এ ডানহাতি ব্যাটসম্যানের, ‘আসলে গত প্রিমিয়ার লিগ শেষ করার পর আমি নিজেও মানিয়ে নিয়েছি যে জাতীয় দলে খেললে নিচে ব্যাটিং করা লাগবে। আমি সেটার জন্য প্রস্তুত। যে কোনো পজিশনে ব্যাটিং করার জন্য আমি প্রস্তুত সেটা একেবারে নিচে হোক আর উপরেই হোক। এটা নিয়ে আমি চিন্তা করছি না। ব্যাটিং নিয়েই কেবল চিন্তা করছি। ’ 

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।