ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

স্বদেশী কিংবদন্তিদের কাতারে ইয়াসির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
স্বদেশী কিংবদন্তিদের কাতারে ইয়াসির ছবি: সংগৃহীত

ঢাকা: দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ১৩৩ রানে হারানোর ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে সবাইকে মন্ত্রমুগ্ধ করে রাখেন ইয়াসির শাহ। দুই ইনিংসে ক্যারিবীয়দের ২০ উইকেটের মধ্যে ১০টিই তুলে নেন এ লেগস্পিনার।

এমন অর্জনে স্বদেশী কিংবদন্তিদের পাশে নাম লেখান ইয়াসির।

আবুধাবিতে ৪৫৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩২২ রানে থামে ও. ইন্ডিজের ইনিংস। দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট পাওয়ার মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো এক ম্যাচে ১০ উইকেটের অভিজাত ক্লাবে প্রবেশ করেন ত্রিশ বছর বয়সী ইয়াসির। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে পাকিস্তান।

শোয়েব ‍আখতার, ইন্তিখাব আলম, ইকবাল ওয়াসিম ও দানিশ কানেরিয়ার পাশে শোভা পাচ্ছে এখন ইয়াসিরের নাম। পঞ্চম পাকিস্তানি বোলার হিসেবে টেস্টে এক ম্যাচে দু’বার ১০ উইকেট নেওয়ার কীর্তি দেখালেন তিনি। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৬ বার এমন বোলিং নৈপুণ্য উপহার দিয়েছিলেন সাবেক অধিনায়ক ইমরান খান। পাঁচবার করে দশ উইকেট শিকার করেছেন ওয়াকার ইউনিস, আব্দুল কাদির ও ওয়াসিম আকরাম।

সব মিলিয়ে সর্বোচ্চ ২২ বার ১০ উইকেট দখলের অনন্য রেকর্ড গড়েছিলেন শ্রীলঙ্কান স্পিন কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন। এর পরের অবস্থানেই ইতিহাসের আরেক স্পিন আইকন শেন ওয়ার্ন (১০ বার)। তৃতীয় স্থানটি পেসারের দখলে। টেস্ট ক্যারিয়ারে ৯ বার ১০ উইকেট নেওয়ার নজির স্থাপন করেছিলেন নিউজিল্যান্ডের সাবেক তারকা স্যার রিচার্ড হ্যাডলি।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।