ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সব ম্যাচেই কোহলি দলকে জেতাবে না: গাভাস্কার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
সব ম্যাচেই কোহলি দলকে জেতাবে না: গাভাস্কার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ভারতকে ১৯ রানে হারিয়ে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-২ এ সমতায় ফিরেছে সফরকারী নিউজিল্যান্ড। চতুর্থ ম্যাচে কিউইদের করা ২৬০ রানের জবাবে ৪৮.৪ ওভারে ২৪১ রান করেই সবকটি উইকেট খোয়ায় মহেন্দ্র সিং ধোনির দল।

রাঁচিতে জয়ের লক্ষ্যে খেলতে নেমে সফরকারী বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ভারত। দলের হয়ে একমাত্র হাফসেঞ্চুরি করেন ওপেনার আজিঙ্কে রাহানে (৫৭)। বিরাট কোহলি ভালো কিছুর ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত ৪৫ রানে আউট হন।

চলমান সিরিজে দুর্দান্ত খেলে যাচ্ছেন কোহলি। কিউইদের বিপক্ষে প্রথম টেস্টে ৯ ও ১৮ রান করার পর দ্বিতীয় টেস্টে করেছিলেন ৯ ও ৪৫ রান। এরপর তৃতীয় ও শেষ টেস্টে তার ব্যাট থেকে আসে ২১১ এবং ১৭ রানের ইনিংস। প্রথম ওয়ানডেতে কোহলির ব্যাট থেকে আসে অপরাজিত ৮৫ রান। পরের ওয়ানডেতে করেন ৯ রান। আর তৃতীয় ওয়ানডেতে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়ার আগে করেন ১৫৪ রান। চতুর্থ ওয়ানডেতে আসে ৪৫ রান।

স্বাভাবিকভাবেই কোহলি নির্ভর হয়ে পড়ছে ভারত। তবে, দেশটির কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার জানিয়েছেন, ‘প্রতি ম্যাচেই টিম ইন্ডিয়া কোহলির উপর নির্ভর করতে পারে না। সে সব ম্যাচেই দলকে ব্যাট হাতে জেতাতে পারবে না। ’

গাভাস্কার আরও যোগ করেন, ‘কোহলির ধারাবাহিক পারফর্ম আমাদের আশার আলো দেখায়। সে একজন ব্রিলিয়ান্ট ক্রিকেটার, যার ব্যাটে ভারত দুর্দান্ত কিছু ম্যাচ জিতেছে। কিন্তু, তখন কি হবে, যখন সে ব্যাট হাতে দাঁড়াতে পারবে না। কোহলির উপর বেশি নির্ভরশীল হওয়া ঠিক হবে না। ডানহাতি এই ব্যাটসম্যান যখন ব্যর্থ হবে, তখনই অন্যদের (বোলিং-ফিল্ডিং) জ্বলে উঠতে হবে। বাকি ব্যাটসম্যানদেরও নিজেদের সেরাটা বের করে আনতে হবে। তাহলে কোহলির ব্যর্থতার চাপ দলের উপর বাজে প্রভাব ফেলতে পারবে না। ’

৪৮ টেস্টে ১৩টি শতক, ১২টি অর্ধশতক ভারতের ব্যাটিং সেনসেশন বিরাট কোহলির। গড় সাড়ে ৪৫ এর উপরে। আর ওয়ানডেতে ১৭৫ ম্যাচ থেকে শতক হাঁকিয়েছেন ২৬টি, অর্ধশতক ৩৭টি (গড় ৫২.৮৫)। ৪৫ টি-টোয়েন্টির ক্যারিয়ারে ৫৭’র উপরে গড় নিয়ে ১৬টি অর্ধশতক কোহলির।

দুর্দান্ত এই ব্যাটসম্যান প্রসঙ্গে ভারতের কিংবদন্তি আরও যোগ করেন, ‘কোহলির ব্যাটিং দেখার মতো। তার ক্রিকেটীয় শট গুলো দেখার মধ্যে আনন্দ আছে। অবশ্য কিছু কিছু শট সে বাতাসে ভাসিয়ে দেয়। তবে, আমি বলবো কোহলির মাথা একটা কম্পিউটারের মতো কাজ করে। সে জানে কোথায় কোন পজিশনে ফিল্ডার আছে, আর কোন পজিশনে ফিল্ডার থাকলেও সহজেই রান বের করা যাবে। ’

প্রথমশ্রেণির ক্রিকেটে কোহলি খেলেছেন ৮০টি ম্যাচ, যেখানে তার ২০টি করে শতক আর অর্ধশতক রয়েছে। লিস্ট ‘এ’ ম্যাচে ৩০টি শতক আর ৪৫টি অর্ধশতকে কোহলি খেলেছেন ২০৯টি ম্যাচ। ২০৬টি টি-টোয়েন্টি ম্যাচ থেকে স্টাইলিশ এই ব্যাটসম্যানের অর্জন ৪টি শতক আর ৪৬টি অর্ধশতক। আন্তর্জাতিক টেস্টে রান করেছেন ৩৫৫৪ আর ওয়ানডেতে তার মোট রান ৭৫০৫। টি-টোয়েন্টিতে টিম ইন্ডিয়ার জার্সি গায়ে করেছেন ১৬৫৭ রান।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ২৭ অক্টোবর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।