ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্যর্থতার দায় নিয়ে অজি প্রধান নির্বাচকের পদত্যাগ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
ব্যর্থতার দায় নিয়ে অজি প্রধান নির্বাচকের পদত্যাগ অধিনায়ক স্মিথের পাশে রড মার্শ-ছবি:সংগৃহীত

সম্প্রতিকালের মধ্যে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সবচেয়ে ভয়াবহ সময় কাটছে। টানা পাঁচ টেস্টে হারেই দলের এমন চেহারা। শ্রীলঙ্কার বিপক্ষে ৩-০তে হোয়াইওয়াশ হওয়ার পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-০তে হেরে সিরিজ শেষ। আর দলের এমন পরিস্থিতিতে ব্যর্থতার দায় কাঁধে নিয়ে পদত্যাগ করলেন প্রধান নির্বাচক রড মার্শ।

ঢাকা: সম্প্রতিকালের মধ্যে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সবচেয়ে ভয়াবহ সময় কাটছে। টানা পাঁচ টেস্টে হারেই দলের এমন চেহারা।

শ্রীলঙ্কার বিপক্ষে ৩-০তে হোয়াইওয়াশ হওয়ার পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-০তে হেরে সিরিজ শেষ। আর দলের এমন পরিস্থিতিতে ব্যর্থতার দায় কাঁধে নিয়ে পদত্যাগ করলেন প্রধান নির্বাচক রড মার্শ।

ক্রিকেট অস্ট্রেলিয়ার এক বিবৃতিতে রড মার্শের পদত্যাগের ব্যাপারটি নিশ্চিত করা হয়।

কোনো ধরনের চাপ নয়, নিজেই দায়-ভার নিয়ে পগত্যাগ করেছেন বলে জানান মার্শ, ‘এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, এর জন্য কেউ আমাকে কোনো ধরনের চাপ দেয়নি বা কেউ পরামর্শও দেয়নি। আমি এই পদে নতুন কাউকে স্বাগতম জানাচ্ছি। আমি এই দলটির জন্য সব সময় ভালো কিছু চিন্তা করেছি, তাই এমন সিদ্ধান্ত। ’

ঘরের মাঠ পার্থে প্রথম টেস্টে বাজে হারের পর হোবার্টে দ্বিতীয় টেস্টে অজি দলে ধস নামে। এক ইনিংস ও ৮০ রানে পরাজয় মানতে হয় স্বাগতিকদের। এমন হারের পর সমালোচনা শুরু হয় পুরো বিশ্বে। আগামী ২৪ নভেম্বর অ্যাডিলেডে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে। ম্যাচটি দিবা-রাত্রির টেস্ট হবে।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, ১৬ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।