ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিউজিল্যান্ড ক্রিকেটে প্রথম নারী প্রেসিডেন্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
নিউজিল্যান্ড ক্রিকেটে প্রথম নারী প্রেসিডেন্ট ডেবি ডকলি (বাঁয়ে)/ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন নারী দলের সাবেক অধিনায়ক ডেবি হকলি। তিনি স্টিফেন বুক এর স্থলাভিষিক্ত হয়ে আগামী তিন বছর এ পদে দায়িত্ব পালন করবেন।

ঢাকা: নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন নারী দলের সাবেক অধিনায়ক ডেবি হকলি।  তিনি স্টিফেন বুক এর স্থলাভিষিক্ত হয়ে আগামী তিন বছর এ পদে দায়িত্ব পালন করবেন।

১২২ বছরের ইতিহাসে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার গৌরব অর্জন করলেন হকলি। তার সঙ্গে পরিচালক হিসেবে যোগ দেবেন সাবেক কিউই নারী ক্রিকেটার ইনগ্রিড ক্রোনিন নাইট। বর্তমান পরিচালক গ্রেগ বার্কলে এনজেডসি’র নতুন চেয়ারম্যান হবেন।

আইসিসির হল অব ফেমে’র সদস্য ৫৪ বছর বয়সী হকলি। জাতীয় দলের জার্সিতে তিনি ১১৮ ওয়ানডেতে ৪১.৮৯ গড়ে ৪০৬৪ রান করেছেন। ৩৪টি অর্ধশতকের পাশাপাশি রয়েছে চারটি সেঞ্চুরি। টেস্ট খেলেছেন ১৯টি। সাত ফিফটি ও চার শতকে রান সংগ্রহ ১৩০১। ব্যাটিং গড় ৫২.০৪।

খেলোয়াড়ী জীবনে প্রথম নারী ক্রিকেটার হিসেবে ১০০টি ওয়ানডে ও চার হাজার ওডিআই রানের রেকর্ড গড়েছিলেন ডেবি হকলি।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।