ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শেফিল্ড শিল্ডে আবারো বাউন্স, হাসপাতালে ভোজেস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
শেফিল্ড শিল্ডে আবারো বাউন্স, হাসপাতালে ভোজেস অ্যাডাম ভোজেস-ছবি:সংগৃহীত

মাথায় বলের আঘাত লাগার পর হাসপাতালে নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান অ্যাডাম ভোজেসকে। পার্থে শেফিল্ড শিল্ডের ম্যাচে তাসমানিয়ার বিপক্ষে ওয়ের্স্টান অস্ট্রেলিয়ার হয়ে ব্যাটিং করতে গিয়ে বাউন্স বলে আঘাত পান তিনি।

ঢাকা: মাথায় বলের আঘাত লাগার পর হাসপাতালে নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান অ্যাডাম ভোজেসকে। পার্থে শেফিল্ড শিল্ডের ম্যাচে তাসমানিয়ার বিপক্ষে ওয়ের্স্টান অস্ট্রেলিয়ার হয়ে ব্যাটিং করতে গিয়ে বাউন্স বলে আঘাত পান তিনি।

ক্যামেরুন স্টেভেনসনের একটি লাফিয়ে ওঠা বল ব্যাটিং করতে থাকা ভোজেসের হেলমেটে সরাসরি এসে আঘাত করে। পরে মাটিতে লুটিয়ে পড়েন জাতীয় দলের এ ব্যাটসম্যান।

ওয়াকা গ্রাউন্ডের টুইটারে বলা হয়, ‘বাউন্সি বলের আঘাতে মাথায় চোট পান ভোজেস। আমরা আশাকরি সে ঠিক আছে। ’

দু’বছর আগে এই শেফিল্ড শিল্ডের ম্যাচেই বাউন্সি বলে আঘাত পান ফিল হিউজ। পরে হাসপাতালে চিকিৎসার দুই দিনের মাথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ১৭ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।