ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘প্রথমে কিপিং, পরে ব্যাটিং’

সাজ্জাদ খান, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
‘প্রথমে কিপিং, পরে ব্যাটিং’ ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ক্রিকেট মাঠে ১১ জন ফিল্ডারের মধ্যে সবচেয়ে নিবিষ্ট থাকতে হয় উইকেটরক্ষককে। উইকেটের পেছনে দাঁড়িয়ে প্রতিটি বলেই রাখতে হয় প্রখর দৃষ্টি। সেই সঙ্গে মুখে আওয়াজ তুলে বোলার-ফিল্ডারদের করতে হয় উদ্বুদ্ধ।

ঢাকা: ক্রিকেট মাঠে ১১ জন ফিল্ডারের মধ্যে সবচেয়ে নিবিষ্ট থাকতে হয় উইকেটরক্ষককে। উইকেটের পেছনে দাঁড়িয়ে প্রতিটি বলেই রাখতে হয় প্রখর দৃষ্টি।

সেই সঙ্গে মুখে আওয়াজ তুলে বোলার-ফিল্ডারদের করতে হয় উদ্বুদ্ধ।

গ্লাভসে বল আটকাতে পারদর্শী হলেই চলতো একটা সময়। কিন্তু আধুনিক ক্রিকেটে কিপারকে হতে হবে স্বীকৃতি ব্যাটসম্যান। বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক ও উইকেটরক্ষক মুশফিকুর রহিম যেমন দলের মূল ব্যাটসম্যান। অনেক ক্রিকেটারই আছেন যারা আগে ব্যাটসম্যান পরে কিপার। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কন অবশ্য কিপিংকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এগিয়ে যাচ্ছেন।  

এশিয়া কাপে ভালো করার জন্য মিরপুরের একাডেমি মাঠে করে যাচ্ছেন কিপিং অনুশীলন। ব্যাটিং অনুশীলন করছেন টুকটাক। অনুশীলন শেষে বাংলানিউজকে এ তরুণ বলেন, ‘কিপিংটাই বেশি করছি। প্রথমে কিপিং, পরে ব্যাটিং। ৫-৬ নম্বরে ব্যাটিং করি। ব্যাটিং অনুশীলন কম করছি। কিপিংটাকেই বেশি গুরুত্ব দিতে চাই। ’

উইকেটরক্ষক নুরুল হাসান সোহানকে আইডল মানেন মাহিদুল। তবে কিপিংয়ে আগ্রহী হয়েছেন স্থানীয় এক বড় ভাইয়ের কিপিং দেখে, ‘ছোটবেলায় ইমন ভাইকে দেখে কিপিংয়ে আগ্রহ জাগে। এখন সোহান ভাই আমার আইডল। আল্লাহর রহমতে কিপিং নিয়ে খুব ভালো যাচ্ছে। কিপিংয়ে বেশি সময় দিচ্ছি। ’

নুরুল হাসান সোহানকে আইডল মানার কারণও জানান এ তরুণ, ‘ম্যাচের যেমন অবস্থাই থাকুক টিমটাকে স্বতস্ফূর্ত রাখার চেষ্টা করেন সোহান ভাই। সবসময় কথা বলেন যেন চাপ না আসে। এটা আমার খুব ভালো লাগে। এই ব্যাপারটা অনুসরণ করার চেষ্টা করি। ’

ডিসেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এশিয়া কাপে ভালো করে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দলে থাকতে চান মাহিদুল, ‘এশিয়া কাপের টিমে  আছি। ভালো পারফরম্যান্স করে বিশ্বকাপের টিমে থাকতে চাই। যেখানেই খেলি নিজের সর্বোচ্চটা দিয়ে পারফর্ম করতে চাই। ’

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ২১ নভেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।