ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিল টাইগাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিল টাইগাররা সিরিজে টিকে থাকতে সাকিবদের কঠোর অনুশীলন/ছবি:সংগৃহীত

ক্রাইস্টচার্চ থেকে গতকাল (২৭ ডিসেম্বর) নেলসনে পৌঁছায় ‍বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছে টাইগাররা।

ঢাকা: ক্রাইস্টচার্চ থেকে গতকাল (২৭ ডিসেম্বর) নেলসনে পৌঁছায় ‍বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছে টাইগাররা।

স্যাক্সটন ওভালে বুধবারের (২৮ ডিসেম্বর) প্র্যাকটিস সেশনে সবার চোখেমুখে ছিল দৃঢ় প্রত্যয়, সিরিজে টিকে থাকতে জিততে হবে দ্বিতীয় ওয়ানডে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৪টায় খেলা শুরু হবে। একই গ্রাউন্ডে তৃতীয় ওয়ানডে ৩১ ডিসেম্বর।

ব্যাটিংয়ে নিজেকে ঝালিয়ে নিলেন মাহমুদউল্লাহ (মাঝে)/ছবি: সংগৃহীত

প্রথম ওয়ানডের হ্যামস্ট্রিং ইনজুরি ছিটকে দিয়েছে মুশফিকুর রহিমকে। অন্তত দুই সপ্তাহ থাকতে হবে মাঠের বাইরে। ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত বক্সিং ডে (ক্রিসমাসের পরদিন) ম্যাচটিতে কিউইদের ৩৪১ রানের জবাবে ২৬৪ তে থামে সফরকারীদের ইনিংস। ব্যক্তিগত ৪২ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন মুশফিক।

মুশফিকের জায়গায় সুযোগ পেয়ে কঠোর অনুশীলনে নুরুল হাসান সোহান/ছবি: সংগৃহীত

মুশফিকের অনুপস্থিতিতে ওয়ানডেতে অভিষেকের অপেক্ষায় নুরুল হাসান সোহান। ব্যাটিং, উইকেটকিপিংয়ে প্রস্তুতি সেরেছেন ২৩ বছর বয়সী এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

নেটে বোলিং প্র্যাকটিসে নিজেদের প্রস্তুত করছেন রুবেল ও শুভাশিস/ছবি: সংগৃহীত

ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই আরো উন্নতিতে চোখ রাখছে টিম বাংলাদেশ। ওয়ার্মআপের পর নেটে লম্বা সময় ব্যাটিং প্র্যাকটিস করেছেন সাকিব-মাহমুদউল্লাহরা। প্রথম ম্যাচের একাদশে না থাকলেও দুই পেসার পেসার রুবেল হোসেন, শুভাশিস রায় বোলিংয়ে ঘাম ঝরান।

এদিকে, গুরুত্বপূর্ণ এ ম্যাচটিতে ধারাবাহিক রানখরায় ভোগা সৌম্য সরকারের একাদশে থাকা নিয়ে সংশয় রয়েছে। স্বয়ং কোচ চন্ডিকা হাথুরুসিংহে এমন আভাস দিয়েছেন। মোস্তাফিজুর রহমান বিশ্রামে থাকতে পারেন। জানা যায়, কাঁধের সার্জারির পর বোলিংয়ে ফেরা মোস্তাফিজকে একটানা খেলানোর পক্ষে নন ফিজিও।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
এমআরএম

আরও পড়ুন...
** দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়
** মোস্তাফিজও খেলছেন না দ্বিতীয় ওয়ানডেতে!
** দ্বিতীয় ওয়ানডেতে থাকছেন কি সৌম্য?​
** মুশফিকের ওয়ানডে সিরিজ শেষ​

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।