ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

ঢাকায় ফিরলেন সাকিব-তামিমরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৩, জানুয়ারি ২৫, ২০১৭
ঢাকায় ফিরলেন সাকিব-তামিমরা বাংলাদেশ ক্রিকেট টিম

 ঢাকা: নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ক্রাইস্টচার্চ থেকে সিঙ্গাপুর হয়ে সাকিব-তামিমদের বহনকারী বিমানটি বুধবার (২৫ জানুয়ারি) রাত ১০টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

অস্ট্রেলিয়ায় ক্যাম্প ও নিউজিল্যান্ড সিরিজ শেষে দেড় মাস পর দেশে ফিরলেন ক্রিকেটাররা। বিপিএল শেষে ৮, ৯ ও ১০ ডিসেম্বর তিন ভাগে অস্ট্রেলিয়া পাড়ি জমান তিন ফরম্যাটের জন্য ২২ ক্রিকেটার।

সিডনি থেকে ১৮ ডিসেম্বর নিউজিল্যান্ডে যায় বাংলাদেশ দল।

স্বাগতিকদের বিপক্ষে তিন ফরম্যাটে কোনো জয় পায়নি টাইগাররা। হতাশা নিয়েই তাই ফিরতে হলো সাকিব-তামিম-মাহমুদউল্লাহদের।
 
ইনজুরিতে পড়ে টেস্ট দলের তিন ক্রিকেটার মুশফিকুর রহিম, মুমিনুল হক ও ইমরুল কায়েস দেশে ফিরে আসেন আগেই।

বাংলাদেশ সময়: ২২৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
এসকে/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।