ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রোটিয়াদের বিপক্ষে ফিরছেন রঞ্চি-গাপটিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
প্রোটিয়াদের বিপক্ষে ফিরছেন রঞ্চি-গাপটিল বাঁ থেকে রঞ্চি, গাপটিল ও কেন উইলিয়ামসন-ছবি:সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসছে ঘরের মাঠে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে ইনজুরি সেরে ফিরছেন নিয়মিত উইকেটরক্ষক-ব্যাটসম্যান লুক রঞ্চি। একমাত্র টি-২০ ও পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুটি ওডিআই’র ১৪ সদস্যের দলে তাকে রাখা হয়েছে।

অকল্যান্ডে ১৭ ফেব্রুয়ারি টি-২০ অনুষ্ঠিত হবে। আর হ্যামিল্টন ও ক্রাইস্টচার্চে ১৯ ও ২২ ফেব্রুয়ারি প্রথম দুটি ওয়ানডে খেলা হবে।

গত চ্যাপেল-হ্যাডলি ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ দুটি ওয়ানডেতে ইনজুরির কারণে খেলতে পারেননি ওপেনার মার্টিন গাপটিল। তবে এই সিরিজে ফিরছেন তিনি। সেই সঙ্গে নিজের জায়গা ধরে রেখেছেন স্পিনার ইশ সোধি।

সীমিত ওভারের সিরিজের আগে প্রোটিয়াদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচও খেলবে কিউইরা।  

টি-২০ স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), কোরি অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, টম ব্রুস, লাকি ফার্গুসন, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, কলিন মুনরো, জেমস নিশাম, লুক রঞ্চি (উইকেটরক্ষক), মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, বেন হুইলার। ইন: টিম সাউদি. আউট: টম ব্লান্ডেল, ম্যাট হেনরি, জর্জ ওয়ার্কার, নেইল ব্রুম।

ওয়ানডে স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, নেইল ব্রুম, লাকি ফার্গুসন, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, জেমস নিশাম, লুক রঞ্চি, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ইশ সোধি, রস টেইলর। ইন: লুক রঞ্চি। আউট: টম ব্লান্ডেল, কলিন মুনরো।

নিউজিল্যান্ড একাদশের স্কোয়াড: গ্লেন ফিলিপস, নেইল ব্রুম, হেনরি নিকোলাস টম ব্রুস, রস টেইলর, চ্যাপম্যান, ড্যারিল মিচেল, টড অ্যাস্টল, অ্যাডাম মিলনে, ম্যাট হেনরি, হেনরি শিপলে, জাক গিবসন।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ১২ ফেব্রুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।