ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ম্যাচ বাঁচাতে টপঅর্ডারকে দায়িত্ব নিতে হবে: সুমন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
ম্যাচ বাঁচাতে টপঅর্ডারকে দায়িত্ব নিতে হবে: সুমন ম্যাচ বাঁচাতে টপঅর্ডারকে দায়িত্ব নিতে হবে: সুমন

হায়দ্রাবাদে চলতি টেস্ট ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখছেন না টাইগার ক্রিকেটের নির্বাচক হাবিবুল বাশার সুমন। তবে ড্র’র স্বপ্ন দেখছেন তিনি। বিরাট কোহলিদের বিপক্ষে ম্যাচটি ড্র করতে হলে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের টপঅর্ডারের ব্যাটসম্যানদের দায়িত্ব নেয়ার পরামর্শ দিলেন সাবেক এই অধিনায়ক।

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বাংলানিউজকে তিনি বলেন, ‘উইকেট এখনও অনেক ভালো আছে। আমাদের জেতার কোনো সুযোগ নেই।

তবে যেটা করতে পারি সেশন বাই সেশন ভালো ব্যাট করতে পারি। মুশফিক ও সাকিবের ব্যাটিং দেখে মনে হয়েছে সেখানে ব্যাটিং করা সম্ভব। আমাদের টপঅর্ডার কিন্তু রান করছে না। প্রথম ইনিংসে প্রথম চারজনের ব্যাট থেকে কোনো রান পাইনি। এই চারজনের ভেতর থেকে অন্তত দু’জনকে বড় স্কোর করতে হবে। তাহলেই আমরা ম্যাচটি বাঁচাতে পারবো। ’

বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিং নেমে বিরাট কোহলির ২০৪, মুরালি বিজয়ের ১০৮ ও ঋদ্ধিমান সাহার ১০৬ রানে ৬৮৭ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। ফলোঅন এড়াতে বাংলাদেশের প্রয়োজন ছিল ৪৮৭ রান। কিন্তু সফরকারীরা ফলোঅন এড়াতে পারেনি। অলআউট হয়ে যায় ৩৮৮ রানে।

ফলোঅন এড়াতে না পারলেও স্বাগতিক বোলারদের উপর দারুণভাবেই প্রাধান্য বিস্তার করেছেন দুই টাইগার মিডল অর্ডার মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। দুই ব্যাটসম্যানই স্বাগতিক বোলারদের বিপক্ষে আত্মবিশ্বাসী ব্যাট চালিয়েছেন। ক্যারিয়ারের ২০তম টেস্ট অর্ধশতক তুলে নিয়ে ব্যক্তিগত ৮২ রানে সাকিব আর নিজের পঞ্চম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়ে ব্যক্তিগত ১২৭ রানে ফিরেছেন মুশফিক।  

ভারতের মাটিতে ভারতের বিপক্ষে মুশফিকের এমন ব্যাটিংয়ে এক কথায় মুগ্ধ সুমন, ‘মুশফিকের সেঞ্চুরি এক কথায় আউট স্ট্যান্ডিং। এরকম টেকনিক ও প্রতিজ্ঞা নিয়ে ওদের বিপক্ষে খেলাটা সত্যিই দারুণ কিছু। ’     

সুমন আরও যোগ করেন, ‘ফলোঅন এড়ানো সহজ ছিল না, কেননা ৪৮৭ অনেক বড় স্কোর। আমার মনে হয় দ্বিতীয় ইনিংসে ভারত ৪৩০-৪৫০ রান করে ইনিংস ঘোষণা করবে। এই দেড়শো রান যত দেরিতে দিতে পারি ততই আমাদের জন্য ভালো। ’
 
প্রথম ইনিংসে ২৯৯ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ১২ ফেব্রুয়ারি ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।