ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সুপার সিক্সে বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
সুপার সিক্সে বাংলাদেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপ বাছাইয়ের আসর থেকে স্কটল্যান্ডের বিদায়ে ‘বি’ গ্রুপ থেকে শেষ ছয়ে উঠে গেল বাংলাদেশ নারী দল। গ্রুপ পর্বের চার ম্যাচে দুই জয় ও দুই হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে থেকে শেষ ছয় নিশ্চিত করেছে টাইগ্রেসরা।

মূলত পাকিস্তান-স্কটল্যান্ডের মধ্যকার ম্যাচের অপেক্ষায় ছিল লাল-সবুজের নারী ক্রিকেটাররা।

অবশেষে তাদের সেই অপেক্ষার অবসান হলো।

পাকিস্তানের বিপক্ষে স্কটিশরা জয় না পাওয়ায় বাংলাদেশ শেষ ছয়ের টিকিট নিশ্চিত করে।

সুপার সিক্স বা শেষ ছ’য়ে আগামী ১৫ ও ১৭ ফেব্রুয়ারি মাঠে নামবে টাইগ্রেসরা। বিশ্বকাপ বাছাইয়ের দুটি সেমিফাইনাল ও পঞ্চমস্থান নির্ধারণী অনুষ্ঠিত হবে আগামী ১৯ ফেব্রুয়ারি।

আর ২১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল। এখান থেকে উঠা চার দল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ১৩ ফেব্রুয়ারি ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।