ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইনজুরি জয় করে পুরোপুরি ফিট মাশরাফি (ভিডিও)

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
ইনজুরি জয় করে পুরোপুরি ফিট মাশরাফি (ভিডিও) মাশরাফি বিন মর্তুজা/ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

এ মাসের ২৫ তারিখ থেকে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করবে টাইগাররা। সেই সিরিজের আগেই ইনজুরি জয় করে এখন পুরোপুরি ফিট টাইগার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলপতি মাশরাফি বিন মর্তুজা।  চোটগ্রস্ত বৃদ্ধাঙ্গুলের সেই ব্যথা নেই। বলও করছেন পুরোদমে।

মাশরাফি ভক্তদের এমন সুসংবাদটি দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন, ‘মাশরাফি ভালো আছে। ইনজুরির কোন সমস্যা নেই।

পূর্ণ ছন্দেই বল করছে। শ্রীলঙ্কা যাওয়ার জন্য সে পুরোপুরি ফিট। ’ রোববার (১২ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া লাউঞ্জে মাশরাফি সম্পর্কে এ তথ্য দেন সুমন।

ডান হাতের বৃদ্ধাঙ্গুলে ব্যথা পাওয়ার পর গত রোববার (৫ মার্চ) প্রথম পূর্ণ রানআপে বোলিং করেন ‘নড়াইল এক্সপ্রেস’। এরপর গত সপ্তাহের পুরাটাই কাটিয়েছেন বোলিং, রানিং ও জিমে। নিজেকে ফিরে পাওয়ার এমন ধারাবাকিহতা মাশরাফির অব্যাহত ছিল আজও। রোববার (১২ মার্চ) মিরপুর ক্রিকেট একাডেমি মাঠে বল করেছেন।

ইনজুরি জয় করে পুরোপুরি ফিট মাশরাফি/ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কমশ্রীলঙ্কা সফরের আগে ১৬ মার্চ ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ইমার্জিং এশিয়া কাপের অনূর্ধ্ব-২৩ টাইগার যুবাদের সাথে একটি প্রস্তুতি ম্যাচেও অংশ নিবেন মাশরাফি। সব কিছু ঠিক থাকলে ১৮ মার্চ শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি।

উল্লেখ্য, জানুয়ারিতে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজের শেষ ম্যাচে ডানহাতের বৃদ্ধাঙ্গুলে চোট পাওয়ায় ৬-৮ সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যান মাশরাফি।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ১২ মার্চ, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।