ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

ক্রিকেট

জিততে হলে টাইগারদের করতে হবে নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪১, মার্চ ২৮, ২০১৭
জিততে হলে টাইগারদের করতে হবে নতুন রেকর্ড ছবি: সংগৃহীত

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারাতে হলে ব্যাট হাতে দারুণ কিছুই করে দেখাতে হবে টাইগারদের। করতে হবে নতুন রেকর্ডও।

কেননা ওয়ানডেতে বাংলাদেশ এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে কখনই ৩১২ রানের বড় লক্ষ্য তাড়া করে জিততে পারেনি।

দলটির বিপক্ষে এই পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ ৩০৩ রান তাড়া করে জেতার রেকর্ড আছে।

২০১৩ সালে পাল্লেকেলেতে সিরিজের তৃতীয় ওয়ানডেতে স্বাগতিকদের ৩ উইকেটে হারিয়েছিল সফরকারী বাংলাদেশ। যদিও ম্যাচের ফয়সালা হয়েছিল বৃষ্টি আইনে। ২০১৩ সালের আজকের দিনে (২৮ মার্চ) সেই জয়ে বাংলাদেশের লক্ষ্য পুননির্ধারিত হয়েছিল ২৭ ওভারে ১৮২।
   
তাছাড়া লঙ্কানদের বিপক্ষে এই ম্যাচটি টাইগাররা নিজেদের করে নিতে পারলে ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডটিও গড়তে পারবে।

ওয়ানডেতে বাংলাদেশ এই পর্যন্ত সর্বোচ্চ ৩১৯ রানের লক্ষ্য তাড়া করে ২০১৫ সালে স্কটল্যান্ডের বিপক্ষে নেলসনে। দ্বিতীয় সর্বোচ্চটি ছিল ২০০৯ সালে কুইন্স স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে ৩১৩ রান ধাওয়া করে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ২৮ মার্চ ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।