ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাশরাফির ব্যবস্থাপনায় জুনিয়র প্রিমিয়ার লীগ সমাপ্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
মাশরাফির ব্যবস্থাপনায় জুনিয়র প্রিমিয়ার লীগ সমাপ্ত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নড়াইল: ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটের সফল অধিনায়ক নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মর্তুজার সার্বিক সহযোগিতায় আতাউর রহমান ক্রিকেট একাডেমির ব্যবস্থাপনায় ‘জুনিয়র নড়াইল প্রিমিয়ার লীগ’ টি-২০ ৫ম আসরের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহাবুবুর রশীদ।

ফাইনাল খেলায় ম্যাশ ক্রিকেট একাডেমি ২৭ রানে জয়ী হয়।

টস জিতে ম্যাশ ক্রিকেট একাডেমি প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ ইউকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে। জবাবে, মহিষখোলা গ্লাগিয়ার্সকর্স ক্রিকেট একাডেমি ব্যাট করতে নেমে সবক’টি ইউকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে।

এ সময় আতাউর রহমান ক্রিকেট একাডেমির কর্মকর্তা ইমরুল কায়েস, সঞ্জিব বিশ্বাস সাজু, ইমরুল ইসলাম লাভলুসহ বিভিন্ন শ্রেণিপেশার লোক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মাশরাফি নড়াইলে আতাউর রহমান ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠিত করেন তার নানার নামে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ২৮ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।