ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

ক্রিকেট

আজহার বিশ্রামে, দলে ইনজামামের ভাতিজা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৮, অক্টোবর ৬, ২০১৭
আজহার বিশ্রামে, দলে ইনজামামের ভাতিজা ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। ইংল্যান্ডে অনুষ্ঠিত গত চ্যাম্পিয়ন্স ট্রফির দলটিই রেখে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। শুধু একটিই পরিবর্তন এসেছে দলে।

সংযুক্ত আরব আমিরাতে হবে পাঁচ ম্যাচের এই সিরিজটি। যেখানে দুবাইয়ে ১৩ অক্টোবর প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে।

আসন্ন সিরিজে আজহার আলিকে বিশ্রামে রাখা হয়েছে। হাঁটুর সমস্যার কারণে তাকে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। গত জুনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকা দলের সবাই রয়েছেন। আজহার আলির স্থলাভিষিক্ত হয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা ইমাম-উল-হক। আনক্যাপড ২১ বছর বয়সী এই উঠতি তারকা পাকিস্তানের সাবেক দলপতি ও বর্তমান নির্বাচক কমিটির প্রধান ইনজামাম উল হকের ভাতিজা। চলতি বছর পাকিস্তান অনূর্ধ্ব-২৩ দলের হয়ে বাংলাদেশে খেলতে এসেছিলেন ইমাম। ইমার্জিং এশিয়া কাপে ব্যাট হাতে দুর্দান্ত শতক হাঁকিয়ে জাতীয় দলে নিজের আগমণের জানান দিয়েছিলেন।

আগামী অক্টোবর প্রথম ম্যাচের পর আবুধাবিতে ১৬ ও ১৮ অক্টোবর দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে পাকিস্তান-শ্রীলঙ্কা। শারজাহতে আগামী ২০ অক্টোবর চতুর্থ ওয়ানডে অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে ২৩ অক্টোবর দুই দল নিজেদের শেষ ওয়ানডে খেলবে। ওয়ানডে সিরিজের পর তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে লড়বে দুই দল। আবুধাবিতে ২৭ ও ২৭ অক্টোবর প্রথম দুই ম্যাচ হবে। এরপর ২৯ অক্টোবর পাকিস্তানের লাহোরে খেলতে যাবে ২০০৯ সালে সেখানে খেলতে যাওয়া লঙ্কানরা। সেবার লঙ্কানদের টিম বাসে সন্ত্রাসী হামলা হয়েছিল। এরপর এই প্রথমবারের মতো শ্রীলঙ্কা পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছে।

পাকিস্তান দল: সরফরাজ আহমেদ (অধিনায়ক), আহমেদ শেহজাদ, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, বাবর আজম, শোয়েব মালিক, ইমাদ ওয়াসিম, শাদাব খান, ফাহিম আশরাফ, হাসান আলী, মোহাম্মদ আমির, রুম্মান রইস, জুনায়েদ খান, হারিস সোহেল, ইমাম উল হক।

শ্রীলঙ্কা দল: উপুল থারাঙ্গা (অধিনায়ক), দিনেশ চান্দিমাল, নিরঞ্জন ডিকভেলা, লাহিরু থিরিমান্নে, কুশাল মেন্ডিস, মিলিন্দা সিরিবর্ধনে, চামারা কাপুগেদারা, থিসারা পেরেরা, সেকুগে প্রসন্ন, নুয়ান প্রদিপ, সুরাঙ্গা লাকমল, দাশমান্থা চামারা, বিশ্ব ফার্নান্দো, আকিলা ধনাঞ্জয়া, জেফরি ভানডারসে।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ৬ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।