ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

ক্রিকেট

বলের আঘাতে ১৭ বছরের কিশোর নিহত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০০, অক্টোবর ৮, ২০১৭
বলের আঘাতে ১৭ বছরের কিশোর নিহত বলের আঘাতে ১৭ বছরের বালক নিহত

ক্রিকেট মাঠে আম্পায়ারিং করতে গিয়ে বলের আঘাতে বাংলাদেশি এক কিশোরের মৃত্যু হয়েছে। এমনটি নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। রফিকুল ইসলাম নামের ১৭ বছর বয়সী এ কিশোর বালুর মাঠে বলের আঘাতে গুরুতর আঘাত পায়।

পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

কিশোর বয়সের একটি গ্রুপ মাঠে খেলছিল।

এ সময় আম্পায়ার হিসেবে ছিল রফিকুল। তবে একটি বল এসে হঠাৎ তার বুকে আঘাত করে। আর সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে সে। স্থানীয় পুলিশ প্রধান এনামুল হক এমনটি জানান।

তিনি আরও বলেন, ‘সে খুবই দরিদ্র পরিবারের সন্তান। তার বাবা একজন রিকশা চালক ও মা গৃহপরিচারিকা। তারা গতকাল তাকে কবর দিয়েছে। ’

এ ঘটনাটি ফের একবার অস্ট্রেলিয়ার প্রয়াত ক্রিকেটার ফিল হিউজকে মনে করিয়ে দিল। তিন বছর আগে ঘরোয়া লিগে ব্যাটিং করতে গিয়ে বলের আঘাতে মাথায় চোট পান তিনি। পরে হাসপাতালে নেওয়ার পর না ফেরার দেশে পাড়ি দেন তিনি।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, ০৮ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।