ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টেস্ট চ্যাম্পিয়নশিপ অনুমোদন দিচ্ছে আইসিসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫১ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৭
টেস্ট চ্যাম্পিয়নশিপ অনুমোদন দিচ্ছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ অনুমোদন দিচ্ছে আইসিসি-ছবি:সংগৃহীত

এ সপ্তাহে নিউজিল্যান্ডে বসছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভা। যেখানে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটিতে অনুমোদন দিতে যাচ্ছে বহুল কাঙ্খিত টেস্ট চ্যাম্পিয়নশিপের। পাঁচ দিনের এ ক্রিকেটকে আরও বেশি জনপ্রিয় করতে বিগত কয়েক বছর আইসিসি এ নিয়ে আলোচনা করেছে।

এ ব্যাপারে অস্ট্রেলিয়ার গণমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, নয় দেশের এ টেস্ট চ্যাম্পিয়নশিপ এখন আরও বেশি পরিণত হবে। যেখানে অকল্যান্ডে আগামী শুক্রবার আইসিসি এটির ব্যাপারে সবুজ সংকেত দিতে পারে।

লিগ পদ্ধতির এ টুর্নামেন্টটি ২০১৯ সাল থেকে শুরু হয়ে দু’বছর ব্যাপী চলবে। যেখানে শীর্ষ দুটি দল লর্ডসে ফাইনাল খেলবে।

সম্প্রতি টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টের জোরে মান হারাতে বসেছে টেস্ট ক্রিকেট। বিশেষ করে এশিয়াতে এটির জনপ্রিয়তা খুবই কম। এর বড় একটি কারণ ভারতে অনুষ্ঠিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। তবে সাদা পোশাককে জনপ্রিয় করতে বিভিন্ন উদ্দ্যেগ নিয়েছে আইসিসি। যার অংশ হিসেবে চালু করা হয়েছে দিবা-রাত্রির গোলাপি বলের টেস্ট।

হেরাল্ড আরও জানায়, আইসিসির এই সভায় ওয়ানডে ক্রিকেটের ব্যাপারেও আলোচনা হবে। যেখানে ১৩টি দেশ নিয়ে লিগ আয়োজন করবে। তিন বছর মেয়াদি এই লিগটি বিশ্বকাপ বাছাইপর্বের ওপরও প্রভাব ফেলবে। আর এই পরিকল্পনার অংশ হিসেবে ভবিষ্যতে দুটি দেশ নিজেদের মধ্যে শুধুমাত্র তিন ম্যাচে ওডিআই সিরিজ খেলবে। বাদ যেতে পারে পাঁচ ম্যাচের দীর্ঘ সিরিজ।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, ০৯ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।