ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

ক্রিকেট

৫০ বছর বয়সেও খেলতে চান হগ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৮, অক্টোবর ৯, ২০১৭
৫০ বছর বয়সেও খেলতে চান হগ ৫০ বছর বয়সেও খেলতে চান হগ-ছবি:সংগৃহীত

অস্ট্রেলিয়ান স্পিনার ব্র্যাড হগের এখন যা বয়স, তাতে লোকে তাকে বুড়োর তকমা দিচ্ছে। কিন্তু ৪৬ বছর হলেও দমে থাকতে রাজি নন তিনি। বর্তমানে ধারাভাষ্যে সময় পার করলেও মাঠের খেলা ছাড়তে নারাজ এ চ্যায়নাম্যান বোলার।

সম্প্রতি বিগ ব্যাশের সপ্তম আসরের জন্য মেলবোর্ন রেনেগার্ডসের সঙ্গে নতুন করে এক বছরের চুক্তি করেন হগ।

গত মৌসুমের আগে হগকে ছেড়ে দিয়েছিল পার্থ স্কোচার্স।

তবে মেলবোর্ন তার সঙ্গে ২০১৬-১৭ মৌসুমের জন্য চুক্তি করে। দলের হয়ে আটটি ম্যাচ খেলেছিলেন তিনি। টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টে ৭.২ ইকোনোমিতে আটটি উইকেট দখল করেছিলেন।

বর্তমানে ধারাভাষ্যের কাজে ভারতে আছেন হগ। সেখানে ধারাভাষ্যের পাশাপাশি ভারত-অস্ট্রেলিয়া সিরিজে স্বাগতিকদের ব্রডকাস্টারে বিশেষজ্ঞ হিসেবে আছেন।

এক সাক্ষাতকারে হগ বলেন, ‘আমি শুধুই খেলতে চাই। জানি না কে কোথায় আমাকে চায়। যতদূর সম্ভব আমি বল করে যাবো ও উপভোগ করবো। ক্যারিয়ারে ৫০ বছরেও খেলতে চাই। বিগ ব্যাশে আমার ক্যারিয়ার শেষ করার ইচ্ছে রয়েছে। ’

১৯৯৬ সালে অস্ট্রেলিয়ার জার্সিতে অভিষেক হয়েছিলো হগের। পরবর্তীতে জাতীয় দলের হয়ে খেলেন সাতটি টেস্ট, ১২৩টি ওয়ানডে ও ১৫টি টি-২০। যেখানে সব ফরম্যাট মিলিয়ে উইকেট তুলে নিয়েছেন ১৮০টি।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ০৯ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।