ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তেতো স্বাদ ভুলে তৈরি হচ্ছে টাইগাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
তেতো স্বাদ ভুলে তৈরি হচ্ছে টাইগাররা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

টেস্টের দুঃস্বপ্ন ভুলে এবার ওয়ানডেতে মাঠে নামবে টাইগাররা। বাজে দুই হারের তেতো স্বাদ ভুলে তৈরি হচ্ছে বাংলাদেশ। দলকে সামনে থেকে এবার নেতৃত্ব দেবেন দেশসেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সহ-অধিনায়ক সাকিবকে নিয়ে দলকে চাঙ্গা করার কাজ শুরু করে দিয়েছেন ম্যাশ।

তবে, এবারের ওয়ানডে সিরিজটিও বাংলাদেশের জন্য কঠিন হতে চলেছে। ঘরের মাঠে প্রতিশোধ নিতে চাইবে দক্ষিণ আফ্রিকা।

কারণ, বাংলাদেশে সবশেষ সিরিজে তারা খেলতে এসে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছিল। সেটাই ছিল দুই দলের মধ্যকার শেষ ওয়ানডে সিরিজ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে ১৫ অক্টোবর। এর আগে একটি প্রস্তুতিমূলক ম্যাচ হবে আগামী বৃহস্পতিবার। যেখানে মুশফিক-সাকিব-মাশরাফি-মোস্তাফিজদের প্রতিপক্ষ দেশটির আমন্ত্রিত একাদশ। আর সেই দলের নেতৃত্ব দেবেন জেপি ডুমিনি। দলটিতে খেলবেন এবিডি ভিলিয়ার্স।

দুই টেস্টের কোনোটিতেই মুশফিকরা পাননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। দ্বিতীয় টেস্টে তামিমকেও পাননি মুশফিক। ইনজুরি নিয়ে খেলেছেন ইমরুল কায়েস। টেস্টে খর্বশক্তির দল হলেও ওয়াডেতে পূর্ণশক্তির দল পাচ্ছে টাইগাররা। ম্যানগাউং ওভালে বাংলাদেশ অনুশীলন শুরু করে দিয়েছে। পরে গিয়ে দলের সাথে যোগ দিয়েছেন মাশরাফি, সাকিব, নাসির ও সাইফ উদ্দিন।

দুই ম্যাচ টেস্ট সিরিজের দুটিতেই বাংলাদেশ হেরেছে বিশাল ব্যবধানে। টেস্টের এই দুঃসহ স্মৃতিটা ভুলে ওয়ানডেতে নতুন শুরুর প্রতীক্ষায় টাইগাররা।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ১০ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।