ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

ক্রিকেট

প্রিয় ফরম্যাটে প্রস্তুতি ম্যাচে নামছে টাইগাররা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫০, অক্টোবর ১১, ২০১৭
প্রিয় ফরম্যাটে প্রস্তুতি ম্যাচে নামছে টাইগাররা প্রিয় ফরম্যাটে প্রস্তুতি ম্যাচে নামছে টাইগাররা-ছবি:সংগৃহীত

ঢাকা: টেস্টে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের মেলে ধরতে পারেনি সফরকারী বাংলাদেশ। পচেফস্ট্রুমে সিরিজের প্রথম টেস্টে ৩৩৩ রানের বড় হারের পর ব্লুমফন্টেইনে সিরিজের দ্বিতীয়টিতে মেনে নিতে হয়েছে লজ্জার ইনিংস ও ২৫৪ রানের পরাজয়।

সাদা পোশাকে ব্যাক টু ব্যাক তিক্ত হারের সেই গ্লানি ঘোচানের উপলক্ষ্য হয়ে এবার মাশরাফিদের হাতছানি দিচ্ছে গত তিন বছর দুর্দান্ত খেলা প্রিয় ফরম্যাট ওয়ানডে। দেশে ও দেশের বাইরে ধারাবাহিকভাবেই ৫০ ওভারের ম্যাচে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে লাল-সবুজের দল।

১৫ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে টাইগারদের প্রিয় এই ফরম্যাটের খেলা। তার আগে দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নিতে সীমিত ওভারের একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে কোচ হাথুরুসিংহের শিষ্যরা।

ব্লুমফন্টেইনের ম্যানগাউং ওভালে ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার (১২ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ২টায়।

স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে খেলতে এরই মধ্যে দক্ষিণ আফ্রিকায় উড়ে গেছেন চার টাইগার সদস্য মাশরাফি, সাকিব, নাসির ও সাইফ উদ্দিন। সেখানে পৌঁছে সেরেছেন অনুশীলনও। এবার পালা প্রস্তুতি ম্যাচ পারফর্ম করে সেই অনুশীলনের বিচ্ছুরণ ঘটানোর।

মঙ্গলবার (১০ অক্টোবর) সংবাদ সম্মেলনে এসে তেমন কিছুরই ইঙ্গিত দিয়েছিলেন টাইগার টপ অর্ডারের ব্যাটসম্যান ইমরুল কায়েস। জানিয়েছেন, ওয়ানেডেতে দেশের বাইরে ভালো করার ধারাবাহিকতাটা কিঞ্চিৎ এগিয়ে নিতেই এখানে তারা মাঠে নামবেন, ‘আপনারা জানেন, বাংলাদেশের কন্ডিশনে আমরা শক্তিশালী দল। তাছাড়া আমরা প্রমাণ করছি, অ্যাওয়েতে এসেও ম্যাচ জেতা সম্ভব। আমরা যদি বেটার ক্রিকেট খেলতে পারি ভালো একটা ফল হওয়া সম্ভব। ’

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ১১ অক্টেবর ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।