ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বোর্ডের কাছে যুবরাজের ক্ষতিপূরণ দাবি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
বোর্ডের কাছে যুবরাজের ক্ষতিপূরণ দাবি ছবি: সংগৃহীত

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কাছে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেছেন যুবরাজ সিং। আইপিএল খেলতে না পেরেই যুবরাজ বোর্ডের বিরুদ্ধে গিয়েছেন বলে জানা যায়। আদৌ জাতীয় দলে ফিরতে পারবেন কিনা ঠিক নেই যুবির, তাই ঠিক সময়েই হয়তো বোর্ডের বিরুদ্ধে গিয়েছেন।

ভারতীয় বোর্ড সূত্রে জানা গেছে, তিন কোটি রুপি জরিমানা দাবি করেছেন ক্যারিয়ারের শেষ প্রান্তে থাকা হার্ডহিটার যুবরাজ। ভারতীয় গণমাধ্যমকে যুবরাজের ক্ষতিপূরণ দাবি করার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআইয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা।

গত বছর ২০১৬ সালে ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের ঠিক আগেই চোট পেয়েছিলেন যুবরাজ। চোটের কারণে ওই বছর আইপিএলের প্রথম দিকে বেশ কিছু ম্যাচ খেলতে পারেননি তিনি। অবশ্য চোট কাটিয়ে তার দল সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে পরের দিকের ম্যাচ গুলো খেলেছেন মোস্তাফিজের ক্লাব সতীর্থ।

যুবরাজের দাবি, ওই ম্যাচগুলো খেলতে না পারায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তিনি। সেই ক্ষতিপূরণের অর্থটাই বোর্ডের কাছে দাবি করেছেন।

বিসিসিআইয়ের নিজস্ব আইনে ক্ষতিপূরণ প্রদানের বিষয়ে বলা আছে, জাতীয় দলের হয়ে খেলার সময় কোনো ক্রিকেটার চোট পেয়ে আর্থিক ক্ষতির মুখে পড়লে বোর্ড তা পূরণ করবে। এর আগে ২০১৫ সালে চোটের কারণে আইপিএল খেলতে পারেননি দেশটির পেসার মোহাম্মদ শামি। সেসময় বোর্ডের পক্ষ থেকে শামিকে ২.২ কোটি রুপি ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল।

যুবরাজও সেই নিয়ম মেনে ক্ষতিপূরণ দাবি করেছেন। মুম্বাইয়ে এক সংবাদমাধ্যমকে দেওয়া বিবৃতিতে বোর্ডের এক কর্মকর্তা বলেছেন, ‘যুবরাজ বেশ কিছু চিঠি লিখে পাঠিয়েছে বোর্ডের কাছে। এমনকি তার মাও যোগাযোগ করার চেষ্টা চালিয়েছেন। এখন দেখা যাক ঘটনা কতদূর গড়ায়। ’

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, ১২ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।