এদিকে, শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজের দলে ফিরেছেন হাফিজ। ঘরের মাটিতে বিশ্ব একাদশের বিপক্ষে সবশেষ সংক্ষিপ্ত সংস্করণের স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন এ অভিজ্ঞ ব্যাটিং অলরাউন্ডার।
হাফিজের বিরুদ্ধে বোলিং অ্যাকশন নিয়ে এটাই প্রথম অভিযোগ নয়। এর আগে অ্যাকশন নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় আরও দুইবার বোলিংয়ে নিষেধাজ্ঞা পেয়েছিলেন পাকিস্তানি এ তারকা ক্রিকেটার। তবে, এবার এখনও নিষেধাজ্ঞা পাননি তিনি। আগামী ১৪ দিনের মধ্যে আইসিসির পরীক্ষাগারে যেতে হবে হাফিজকে। ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারে পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত কিংবা আইসিসির অনুমোদিত ল্যাবের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত বোলিং করে যেতে পারবেন তিনি।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ১৯ অক্টোবর ২০১৭
এমআরপি