ব্যক্তিগত কারণ দেখিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ছুটি চেয়েছেন কোহলি। আগামী ডিসেম্বরে আসন্ন শ্রীলঙ্কা সফরে খেলতে চাইছেন না তিনি।
এদিকে, একের পর এক সিরিজ খেলেই যাচ্ছে ভারত। বিশেষ করে ঘরের মাঠে কোনো বিরতিই পাচ্ছে না দলটি। জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি টেস্ট, ছ’টি ওয়ানডে এবং তিনটি টি-২০ ম্যাচ খেলার কথা ‘টিম ইন্ডিয়া’র। তারপর রয়েছে ইংল্যান্ড সফর। সেখানে তিনটি টি-২০, তিনটি ওয়ানডে এবং পাঁচটি টেস্ট খেলবে ভারত। কড়া ক্রীড়া সূচি নিয়ে বেশ বিরক্ত কোহলি জানান, ‘পরের বছরে দু’টি গুরুত্বপূর্ণ সফর রয়েছে। সেকথা মাথায় রেখে বেশ কিছু ব্যাটসম্যানকে বিশ্রাম দেওয়া প্রয়োজন। আমরা ইতোমধ্যে এ নিয়ে কথা বলেছি। আমরা যত তাড়াতাড়ি সম্ভব আলোচনা করে সমস্যা সমাধানের পথ খোঁজার চেষ্টা করব। নিউজিল্যান্ডকেই দেখুন, চ্যাম্পিয়নস ট্রফির পর তারা কোনো ম্যাচ খেলেনি। এটা খুবই দরকার। বড় টুর্নামেন্টে ভালো পারফর্ম করতে গেলে ক্রিকেটারদের পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন রয়েছে। ফর্মের চূড়ায় পৌঁছাতে সময় লাগে। আমরা ক্লান্ত ক্রিকেটারদের চাই না। বেশ কিছু ব্যাটসম্যানকেও বিশ্রাম দিতে হবে। সেটা আমরা আগামী সপ্তাহে আলোচনা করে ঠিক করব। ’
কোহলি আরও জানান, ‘আমরা ধারাবাহিকতা বজায় রাখতে চাই। সেক্ষেত্রে পর্যাপ্ত বিশ্রামের পাশাপাশি সঠিক অনুশীলনের দরকার রয়েছে। তিন ফরম্যাটে এখন অনেক ম্যাচ খেলতে হয়। তাই একজন ক্রিকেটার কতগুলি ম্যাচ খেলল, আর তার সমানুপাতিক হারে কতগুলো ম্যাচ বিশ্রাম পেল সেটা খুবই গুরুত্বপূর্ণ। ’
এদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আর শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে ভারত। তাতে, দুই স্কোয়াডেই কোহলিকে অধিনায়ক করা হয়েছে। কোহলির এই ছুটির আবেদন মঞ্জুর হলে, গোটা শ্রীলঙ্কা সফরই ভারত অধিনায়ককে পাবে না দল। এখন দেখার বিষয় কোহলি সত্যিই বিশ্রাম পাবেন কী না।
বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, ২৩ অক্টোবর ২০১৭
এমআরপি