ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তান পরিদর্শনে যাচ্ছে লঙ্কান প্রতিনিধি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
পাকিস্তান পরিদর্শনে যাচ্ছে লঙ্কান প্রতিনিধি ছবি:সংগৃহীত

পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি সরজমিনে দেখতে সেখানে শ্রীলঙ্কান একটি প্রতিনিধিদল আগামী বুধবার সফর করবে। যেখানে ২৯ অক্টোবর তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের অংশ হিসেবে শেষ ম্যাচটি লঙ্কানরা লাহোরে খেলতে যাবে। এটি হচ্ছে পাকিস্তানে সফর করার ব্যাপারে লঙ্কানদের শেষ প্রস্তুতি।

এ ব্যাপারে শ্রীলঙ্কান ক্রিকেট প্রেসিডেন্ট জোর দিয়ে জানান, তার দলের ক্রিকেটাররা পাকিস্তান সফর করবে। তবে এই দলে নেই দলের সেরা কয়েকজন ক্রিকেটার।

এর আগে শ্রীলঙ্কার ক্রিকেটারদের মধ্যে যারা লাহোর সফর প্রত্যাখ্যান করবেন তাদেরকে অন্য দু’টি টি-টোয়েন্টিতেও বিবেচনা করা হবে না! অর্থাৎ, পাকিস্তানে যেতে রাজি না হলে তিন ম্যাচের টি-২০ সিরিজে বাদের খাতায় থাকতে হবে। এমনটি আগেই জানিয়ে রেখেছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

নির্বাচকরা ইঙ্গিত দিয়ে রাখেন শুধুমাত্র যারা সেখানে ভ্রমণ করতে ইচ্ছুক তারাই আবুধাবিতে প্রথম দু’টি টি-টোয়েন্টিতে থাকবেন। ঘটনার ধারাবাহিকতায় তিন ম্যাচের জন্য নতুন অধিনায়ক পেয়েছে শ্রীলঙ্কা। থিসারা পেরেরাকে অধিনায়ক ঘোষণা করে দল দিয়েছে লঙ্কানরা। থিসারা পেরেরা কিছুদিন আগেই তামিম-আমলা-ডু প্লেসিসদের সঙ্গে বিশ্ব একাদশের হয়ে লাহোরে খেলে এসেছেন।

নিয়মিত অধিনায়ক উপুল থারাঙ্গা আগেই লাহোরে যাওয়ার ব্যাপারে অনিচ্ছার কথা জানিয়ে দিয়েছিলেন। তাই এই সিরিজটিতে তাকে স্কোয়াডে রাখাই হয়নি। সুযোগ পাননি পেসার লাসিথ মালিঙ্গা। যিনি ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে শুধু আবুধাবির ম্যাচ খেলতে চেয়ে চিঠি দিয়েছিলেন। তাকেও বসিয়ে রাখা হচ্ছে তিন ম্যাচের সিরিজে। দিনেশ চান্দিমালও নেই এই সিরিজের স্কোয়াডে। কুশল পেরেরা ফিটনেস প্রমাণ করতে না পারায় বাদ পড়েছেন।

আগামী ২৯ অক্টোবরের লাহোর ম্যাচটি হবে ২০০৯ সালে লাহোরেই সন্ত্রাসী হামলার শিকার হওয়ার পর পাকিস্তানে শ্রীলঙ্কার প্রথম আন্তর্জাতিক ম্যাচ। তার আগে আবুধাবিতে ২৬ ও ২৭ অক্টোবর সিরিজের প্রথম দু’টি টি-২০ অনুষ্ঠিত হবে। তবে লাহোর ম্যাচে দলের সঙ্গে পাকিস্তান সফরে যাবেন না শ্রীলঙ্কান কোচ নিক পোথাস। দলের ফিজিও নিরমালান ধনাবলাসিংগাম এবং নিয়মিত সাত খেলোয়াড়ও শেষ টি-২০ ম্যাচটি খেলতে লাহোর সফর থেকে বিরত থাকছে। আবুধাবির ম্যাচ পর্যন্ত পোথাস দলের সঙ্গে থাকবেন এবং লাহোরের শেষ টি-২০তে অন্য কেউ দায়িত্ব পালন করবেন বলে ধারণা করা হচ্ছে।

লঙ্কান দলের প্রধান কোচের দায়িত্ব পালন করা দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটম্যান পোথাস জানিয়েছেন, ‘এটা আমার পারিবারের সিদ্ধান্ত। আমার পরিবার চায় না যে, আমি পাকিস্তান সফর করি। আমার কাছে আমার পরিবার আগে। প্রত্যেকেরই নিজস্ব সিদ্ধান্ত নেয়ার স্বাধীনতা আছে। যদি কেউ কোনো বিষয় পছন্দ না করে তবে তা নিয়ে কারোরই জবরদস্তি করা উচিৎ নয়। এমন সিদ্ধান্ত নেয়াটা সহজ ছিলো না। একে সম্মান করতে হবে। ’
বিশ্ব একাদশের সিরিজে দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকজন খেলোয়াড়ের অংশ নেয়ার বিষয়ে পোথাস বলেন, ‘বিশ্ব একাদশের হয়ে গত মাসে দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকজন খেলোয়াড়ের অংশগ্রহণের বিষয়টি আমাকে পাকিস্তানের কতিপয় গণমাধ্যম স্মরণ করিয়ে দিয়েছে। এটা ছিলো তাদের সিদ্ধান্ত। তাদের সিদ্ধান্ত তো আমার সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে না। মূলত বোর্ড চেয়েছিল সবাই পাকিস্তান সফর করুক। তবে আমাকে কেউ চাপ সৃষ্টি করেনি। ’

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াড: থিসারা পেরেরা, দিলশান মুনাবেরা, দানুসকা গুনাথিলাকা, সাদিরা, আশান প্রিয়ানজান, মাহেলা উদয়াত্তে, দাসুন শানাকা, শচীন পাথিরানা, ভিকুম সঞ্জয়া, লাহিরু গ্যামাগে, সেকুজে প্রসন্ন, বিশ্ব ফার্নান্দো, ইসুরু উদানা, জেফরি ভান্দার্সে এবং চতুরাঙ্গা ডি সিলভা।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ২৪ অক্টোবর ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।