ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সবার ওপরে সিলেট, তলানিতে রাজশাহী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
সবার ওপরে সিলেট, তলানিতে রাজশাহী ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে সিলেটে প্রথম পর্বের খেলা ইতোমধ্যে শেষ হয়েছে। সিলেট পর্বে মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যেখানে নিজেদের মাঠের সুবিধে কাজে লাগিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করেছে এবারের নতুন দল সিলেট সিক্সার্স।

তবে উল্টো পথে গত আসরের রানারআপ দল রাজশাহী কিংস। সিলেটে কোনো জয় না দেখায় পয়েন্ট টেবিলের একেবারে শেষে অবস্থান করছে।

সিলেটে অন্তত দুটি করে ম্যাচ খেলেছে প্রতিটি দল। শুধুমাত্র সিলেট খেলেছে সর্বোচ্চ চারটি ম্যাচ। তবে রাজশাহী ছাড়া বাকি সব দল অন্তত একটি ম্যাচ হলেও জিতেছে।

নিজেদের মাঠে চার ম্যাচ খেলে ভালোই করেছে সিলেট। যেখানে প্রথম তিন ম্যাচই জিতে নিয়েছে নাসির হোসেনের দল। এই পর্বের শেষ ম্যাচে অবশ্য হারের স্বাদ পেতে হয়েছে দলটিকে। তবুও শীর্ষস্থানই পেয়েছে তারা।

দ্বিতীয়স্থানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। এবারের আসরের পরের অবস্থানগুলোতে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, চিটাগং ভাইকিংস। তলানিতে অবস্থান রাজশাহী কিংসের। শূন্য পয়েন্ট নিয়ে তালিকার শেষে থেকেই প্রথম পর্ব শেষ করতে হয়েছে ড্যারেন স্যামিদের।

১১ই নভেম্বর থেকে মিরপুরের হোম অব ক্রিকেটে শুরু হবে বিপিএলের দ্বিতীয় পর্বের খেলা।

বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, ০৯ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।