ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাশরাফিকে নিয়ে শঙ্কা কাটেনি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
মাশরাফিকে নিয়ে শঙ্কা কাটেনি বল করার সময় হাতের আঙ্গুলে চোট পান মাশরাফি। ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

ঢাকা: ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতিপর্বে মঙ্গলবার (০৯ জানুয়ারি) বিকেলে হঠাৎই বাঁহাতের আঙ্গুলে চোট পাওয়া টাইগারদের ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে শঙ্কা কাটেনি। 

তার চোটের প্রকৃত অবস্থা জানা যাবে বুধবার (১০ জানুয়ারি)। চোটের পর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ব্যথা না কমলে ওইদিন তার ক্ষতস্থানে স্ক্যান করা হবে। এরপর জানা যাবে আঙ্গুলের চোট কতটা গুরুতর।

** অনুশীলনে চোট পেলেন মাশরাফি

নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি নির্ভরযোগ্য সূত্র বাংলানিউজকে বিষয়টি জানিয়েছে।

ওই সূত্র জানায়, মাশরাফির আঙ্গুলে এখনও ব্যথা আছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কালকের (বুধবার) মধ্যে ব্যথা কমে গেলে ভালো, না কমলে স্ক্যান করে দেখতে হবে ব্যথা গুরুতর কী না।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নেটে ব্যাটিং করছিলেন সাব্বির রহমান। তার বিরুদ্ধে বল করছিলেন মাশরাফি। ব্যাটিংয়ের এক পর্যায়ে মাশরাফির একটি বল সাব্বির চার্জ করলে মাশরাফি তা হাত দিয়ে ঠেকানোর সময় আঙ্গুলে ব্যথা পান।

বাংলাদেশ সময়: ২৩৩১ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৮
এইচএল/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।