ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দ.আফ্রিকান দলে ইনজুরির মিছিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৮
দ.আফ্রিকান দলে ইনজুরির মিছিল ছিটকে গেলেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুইন্টন ডি কক-ছবি:সংগৃহীত

ভারতের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের প্রথম দুই ওয়ানডে ম্যাচ হেরে এমনিতেই সমালোচনার মুখে আছে দক্ষিণ আফ্রিকা। তার ওপর শুরু হয়েছে ইনজুরির মিছিল। দলের সিনিয়র দুই তারকা এবি ডি ভিলিয়ার্স ও ফাফ ডু প্লেসিসের পর এবার ছিটকে গেলেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুইন্টন ডি কক।

ডি ভিলিয়ার্স অবশ্য প্রথম তিন ম্যাচ পরে ফিরছেন। তবে নিয়মিত অধিনায়ক ডু প্লেসিস ওয়ানডের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজেও চোটে পড়ে বিদায় নিয়েছেন।

এবার তার সঙ্গী হলেন ডি কক। তিনিও ওয়ানডে পর টি-২০ সিরিজে কবজির চোটের কারণে খেলতে পারছেন না। সেঞ্চুরিয়নে দ্বিতীয় ম্যাচে চোট পান ডি কক।

বাঁহাতি ডি ককের পরিবর্তে এখনও কোনো নাম ঘোষণা করেনি ক্রিকেট সাউথ আফ্রিকা। তবে স্কোয়াডে একমাত্র প্রতিষ্ঠিত উইকেটরক্ষক হিসেবে আছেন হেনরিখ ক্লাসেন। যদিও তিনি এখনও জাতীয় দলের হয়ে অভিষেকের অপেক্ষায়। কেপ টাউনেই তৃতীয় ম্যাচে জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে পারেন তিনি।

ছয় ম্যাচ সিরিজে প্রোটিয়ারা ২-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে। ৭ ফেব্রুয়ারি পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ০৫ ফেব্রুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।