চলছে তৃতীয় দিনের খেলা। অজিদের ২৪৩ রানের জবাবে সবকটি উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩৮২ রান (১১৮.৪ ওভার) তোলে স্বাগতিক শিবির।
দ. আফ্রিকার প্রথম ইনিংসে অর্ধশতক হাঁকান ওপেনার ডিন এলগার (৫৭) ও হাশিম আমলা (৫৬)। শেষদিকে ভারনন ফিল্যান্ডার ৩৬ ও কেশব মহারাজ ৩০ রানের কার্যকরী ব্যাটিং উপহার দেন।
প্যাট কামিন্স তিনটি উইকেট নেন। জশ হ্যাজলউড ও মিচেল মার্শ দু’টি করে। মিচেল স্টার্ক ও স্পিনার নাথান লায়নের নামের পাশে একটি করে উইকেট।
এর আগে রাবাদা-এনগিদি-ফিল্যান্ডারদের পেস তোপে দ্বিতীয় দিনে ২৪৩ রানে গুটিয়ে যায় অজিদের ব্যাটিং লাইনআপ। সর্বোচ্চ ৬৩ রান করেন ডেভিড ওয়ার্নার। একাই পাঁচ উইকেট শিকারে নেন কাগিসো রাবাদা। এনগিদি তিনটি ও বাকি দু’টি ভারনন ফিল্যান্ডারের।
রোববার (১১ মার্চ) সাত উইকেটে ২৬৩ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেন ডি ভিলিয়ার্স ও ফিল্যান্ডার।
চার ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে স্মিথের দল। বেনোনিতে অনুষ্ঠিত প্রথম ম্যাচে পাঁচ উইকেটে হার মানে দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ১১ মার্চ, ২০১৮
এমআরএম