ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কাকে ফাইনালে উঠিয়েই ছাড়লো!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
শ্রীলঙ্কাকে ফাইনালে উঠিয়েই ছাড়লো! এ ছবিটিই আয়োজকদের ‘পরিকল্পনা’ ফাঁস করে দিয়েছে

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে ‘ফাইনালের’ ভাগ্য। অঘোষিত ফাইনালে জিতলেই কেবল ঘরের মাঠে শিরোপা জয়ের লড়াইয়ে নামতে পারবে শ্রীলঙ্কা। তবে টাইগারদের বিপক্ষে আগের ম্যাচের হার যে ভেতরে ভেতরে তাদের পোড়াচ্ছিলো তা টের পাওয়া গেলো আয়োজকদের এহেন ‘কর্মকাণ্ডে’।

শুক্রবার (১৬ মার্চ) বাংলাদেশ ও শ্রীলঙ্কা ম্যাচ মাঠে গড়ানোর আগে ভারত এবং শ্রীলঙ্কাকে ফাইনালিস্ট ধরে নিয়ে আমন্ত্রিত অতিথিদের জন্য গাড়ির পাস ছাপায় আয়োজকরা।

ওই পাসের এমনই একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বিসিবি পরিচালক নাঈমুর রহমান দুর্জয়।

আর ওই ছবিটিই সামাজিক মাধ্যমে এখন ভাইরাল।  

অনেকে ওই ছবির পোস্টে কমেন্ট করেছেন, এটা তাদের পূর্ব পরিকল্পনা। অনেকে আয়োজকদের পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন। আর শেষ ওভারের ওই বলটিকে ‘নো’ কল না দেওয়ার বিষয়টিকেও পরিকল্পনার অংশ মনে করা হচ্ছে।

তবে ঘরের মাঠে টানা দুই ম্যাচে লঙ্কানদের হারিয়ে নিজেদের যোগ্যতা ও সামর্থ্যর পরিচয় দিয়েছে টাইগাররা। আর তাতে ১৮ মার্চের ফাইনালে দর্শক হয়েই থাকতে হচ্ছে হাথুরুসিংহের শিষ্যদের।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।