ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

৪৩০ রানের পাহাড় টপকাতে হবে বিতর্কিত অজিদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
৪৩০ রানের পাহাড় টপকাতে হবে বিতর্কিত অজিদের বল টেম্পারিংয়ের সঙ্গে সরাসরি যুক্ত ব্যানক্রফ্ট ব্যাটিংয়ে নেমেছেন-ছবি:সংগৃহীত

কেপটাউন টেস্টে বল টেম্পারিং বিতর্ক নিয়ে বেশ চাপেই রয়েছে অস্ট্রেলিয়া দল। এরই মধ্যে নেতৃত্ব থেকে পদত্যাগ করেছেন স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার (সহ-অধিনায়ক)। তবে এই বিতর্কের মাঝেই চতুর্থ দিন অজিদের ৪৩০ রানের বিশাল টার্গেট দিয়েছে স্বাগতিক দক্ষিণ অাফ্রিকা।

দ.আফ্রিকা নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩৭৩ রানে অলআউট হয়। যেখানে প্রথম ইনিংসে ৩১১ রান করেছিল দলটি।

জবাবে সফরকারী অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ২৫৫ রানে গুটিয়ে যায়।

প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসে চার ব্যাটসম্যান হাফসেঞ্চুরির দেখা পান। এরা হলেন ওপেনার এইডেন মার্করাম (৮৪), এবি ডি ভিলিয়ার্স (৬৩), কুইন্টন ডি কক (৬৫) ও ভারনন ফিল্যান্ডার (৫২, অপরাজিত)।

অজি বোলারদের মধ্যে তিনটি করে উইকেট পান জস হ্যাজেলউড, প্যাট কামিন্স ও নাথান লায়ন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে অস্ট্রেলিয়া।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ২৫ মার্চ, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।