ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আইপিএলের আগে সাকিবের সাদামাটা প্রস্তুতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
আইপিএলের আগে সাকিবের সাদামাটা প্রস্তুতি ছবি: শোয়েব মিথুন - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আইপিএল খেলতে আগামী সোমবার (২ এপ্রিল) হায়দ্রাবাদের উদ্দেশে বিমানে চাপবেন সাকিব আল হাসান। তার আগে বৃহস্পতিবার (২৯ মার্চ) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ফ্লাডলাইটের আলোয় মাহমুদউল্লাহ রিয়াদের বিসিবি সবুজ দলের বিপক্ষে যে প্রস্তুতি ম্যাচটি খেললেন সেখানে বল হাতে উজ্জ্বল থাকলেও ব্যাটিংয়ে দাপট দেখাতে পারেননি।

ছবি: শোয়েব মিথুন - বাংলানিউজটোয়েন্টিফোর.কম৪ ওভার বল করে ১৮ রান দিয়ে ১টি ‍উইকেট নিয়েছেন সাকিব। আর ব্যাটিংয়ে নেমে ১১ বল খেলে তিনটি চারের মারে করেছেন ১৫ রান।

ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাঁহাতের আঙুলের ইনজুরিতে প্রায় দুই মাস মাঠের বাইরে থাকার পর শ্রীলঙ্কার মাটিতে ভারতের বিপক্ষে ত্রিদেশীয় নিদাহাস ট্রফির ফাইনালে খেলেন সাকিব। ঢাকা প্রিমিয়ার লিগেও তার খেলা হয়নি। কেন না, এবারই প্রথমবারের মতো ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগে উঠতে ব্যর্থ হয়েছে তার দল ঢাকা মোহামেডান।

ছবি: শোয়েব মিথুন - বাংলানিউজটোয়েন্টিফোর.কমমোটামুটি লম্বা একটি সময় অবসর। তাই আইপিএলকে সামনে রেখে ম্যাচ খেলা তার দরকার ছিল এবং পারফর্ম করে নিজেকে ঝালিয়ে নেওয়াটাও ছিল গুরুত্বপূর্ণ।

এদিন মাহদুল্লাহর সবুজ দল প্রথমে ব্যাটিং করে। প্রথম ইনিংসের পুরোটা সময় মাঠেই ছিলেন ছুটি কাটিয়ে গতকাল ঢাকায় ফেরা কোর্টনি ওয়ালশ। তার পাশেই ছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার সুমন, ক্রিকেট অপারেসন্স চেয়ারম্যান আকরাম খান।

ছবি: শোয়েব মিথুন - বাংলানিউজটোয়েন্টিফোর.কমটি-২০ ম্যাচটিতে মাহমুদউল্লাহদের ৯৬ রানের স্বল্প পুঁজিতে পর বেশ চিন্তিত দেখাল ওয়ালশকে। গালে হাত দিয়ে মাঠের দিকে তাকিয়ে ছিলেন বেশ কিছুক্ষণ! হয়তো সবুজ দলের হযবরল ব্যাটিং দেখেই ভাবনায় পড়ে গিয়েছিলেন।

এদিন বোলিংয়ে সাকিব যেমন দাপট দেখালেন, প্রতিপক্ষের ব্যাটসম্যানদের ওপর ছড়ি ঘুরালেন তার সতীর্থ বোলাররাও। মাত্র ১৮ রানেই সবুজ দলের ৪ ব্যাটসম্যান ড্রেসিংরুমের পথ ধরেন।

ছবি: শোয়েব মিথুন - বাংলানিউজটোয়েন্টিফোর.কমটার্গেট মাত্র ৯৭ বলে ব্যাট হাতে ওপেন করতে নামেন সাকিব নিজেই। বাইশ গজে গিয়ে দেলোয়ারের প্রথম দুই বলেই দুই বাউন্ডারি হাঁকান- একটি ডিপ মিড উইকেট দিয়ে, আরেকটি স্কোয়ার লেগে। এরপর আরও একটি বাউন্ডারি হাঁকিছেন। তারপরই ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন টেস্ট ও ওয়ানডের বর্তমান বিশ্বসেরা অলরাউন্ডার। ১১ বলে করেছেন ১৫ রান। সাকিবের লাল দল জিতে যায় ৬ উইকেটে।

প্রসঙ্গত, আগামী জুনের আগে মাঠে টাইগারদের আন্তর্জাতিক ব্যস্ততা নেই। ঢাকা প্রিমিয়ার লিগ লিগ চলছে বটে, কিন্তু সেখানে সুপার লিগের জমজমাট লড়াইয়ে দর্শক হয়েই থাকতে হচ্ছে সাকিব-মাহমুদউল্লাহদের। দু’জনের দল মোহামেডান ও প্রাইম ব্যাংক রাউন্ড রবিন পর্ব শেষে সুপার সিক্সের টিকিট কাটতে পারেনি।

ছবি: শোয়েব মিথুন - বাংলানিউজটোয়েন্টিফোর.কমএই অবস্থায় খেলার বাইরে থাকাদের নিয়ে একটি ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে সাকিব নেতৃত্ব দেন বিসিবি লাল দলকে আর সবুজ দলের অধিনায়কত্ব করেন মাহমুদউল্লাহ।

বিসিবি লাল দল: সাকিব আল হাসান (অধিনায়ক), রনি তালুকদার, জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, তৌহিদ হৃদয়, শুভাগত হোম চৌধুরী, মোহাম্মদ সাইফুদ্দিন, রুবেল হোসেন, কাজী অনীক, মোহাম্মদ আজিম, রাইয়ান উদ্দিন, জনি তালুকদার, সাব্বির হোসেন।

বিসিবি সবুজ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মেহেদি মারুফ, আল-আমিন, সাদমান ইসলাম, আরিফুল হক, নাহিদুল ইসলাম, ইরফান শুক্কুর, তাইজুল ইসলাম, শুভাশিস রায়, দেলওয়ার হোসেন, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, সাঈদ সরকার।

বাংলদেশ সময়: ২১০৩ ঘণ্টা, ২৯ মার্চ ২০১৮
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।